৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার স্মার্টফোন ইনফিনিক্স নোট ৭

স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নোট ৭ সিরিজ বাজারে নিয়ে এসেছে। ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ইনফিনিক্স নোট ৭ এ রয়েছে মিডিয়াটেক হেলিও জি ৭০ চিপসেট এবং ৬.৯৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি-ও ডিসপ্লে। ৪জিবি+১২৮জিবির নোট ৭ সিরিজের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ১৫,৯৯০ টাকায়। রিফেকটিভ গ্লাসের ফোনটি ফরেস্ট গ্রিন, এথের ব্ল্যাক এবং বলিভিয়া ব্লু রঙের বাজারে পাওয়া যাচ্ছে।

ইনফিনিক্স বাংলাদেশের হেড অফ মার্কেটিং মো. মনজুরুল কবির বলেন, বাংলাদেশের বাজারে নোট ৭ আনতে পেরে আমরা খুবই আনন্দিত। স্টাইলিশ ডিজাইন, ট্রেন্ডি প্রযুক্তি এবং হাইকোয়ালিটির হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে আসা এ স্মর্টফোনটি ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দিবে। স্মার্টফোনটির ১০৮০পি লো-লাইট ভিডিও ক্যামেরা ৩০এফপিএস, ২.৮?এম পিক্সেল রেকর্ডিংয় কোনো ফ্ল্যাশ ছাড়াই অন্ধকারে প্রতিটি পরিস্থিতি কালারসহ ক্যাপচার করতে পারে। অন্যদিকে, উন্নত এআইএস (এআই ইমেজ স্ট্যাবিলাইজার) চালিত এ ক্যামেরার নাইট মোড ব্যবহার করে ব্লার-ফ্রি এবং কম আলোতেও হ্যান্ডহেল্ড শটগুলো ক্যাপচার করা যাবে। ফোনটিতে রয়েছে ১৬এমপি ফ্রন্ট ক্যামেরা।

৬.৯৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি-ও ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৭০ চিপসেটের সিপিইউ সমৃদ্ধ এই ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ডব্লিউ সুপার-ফাস্ট চার্জিং সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তি।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ , ২১ মহররম ১৪৪২, ২৩ ভাদ্র ১৪২৭

৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার স্মার্টফোন ইনফিনিক্স নোট ৭

image

স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নোট ৭ সিরিজ বাজারে নিয়ে এসেছে। ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ইনফিনিক্স নোট ৭ এ রয়েছে মিডিয়াটেক হেলিও জি ৭০ চিপসেট এবং ৬.৯৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি-ও ডিসপ্লে। ৪জিবি+১২৮জিবির নোট ৭ সিরিজের স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে ১৫,৯৯০ টাকায়। রিফেকটিভ গ্লাসের ফোনটি ফরেস্ট গ্রিন, এথের ব্ল্যাক এবং বলিভিয়া ব্লু রঙের বাজারে পাওয়া যাচ্ছে।

ইনফিনিক্স বাংলাদেশের হেড অফ মার্কেটিং মো. মনজুরুল কবির বলেন, বাংলাদেশের বাজারে নোট ৭ আনতে পেরে আমরা খুবই আনন্দিত। স্টাইলিশ ডিজাইন, ট্রেন্ডি প্রযুক্তি এবং হাইকোয়ালিটির হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে আসা এ স্মর্টফোনটি ব্যবহারকারীদের দারুণ অভিজ্ঞতা দিবে। স্মার্টফোনটির ১০৮০পি লো-লাইট ভিডিও ক্যামেরা ৩০এফপিএস, ২.৮?এম পিক্সেল রেকর্ডিংয় কোনো ফ্ল্যাশ ছাড়াই অন্ধকারে প্রতিটি পরিস্থিতি কালারসহ ক্যাপচার করতে পারে। অন্যদিকে, উন্নত এআইএস (এআই ইমেজ স্ট্যাবিলাইজার) চালিত এ ক্যামেরার নাইট মোড ব্যবহার করে ব্লার-ফ্রি এবং কম আলোতেও হ্যান্ডহেল্ড শটগুলো ক্যাপচার করা যাবে। ফোনটিতে রয়েছে ১৬এমপি ফ্রন্ট ক্যামেরা।

৬.৯৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি-ও ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৭০ চিপসেটের সিপিইউ সমৃদ্ধ এই ফোনটিতে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ডব্লিউ সুপার-ফাস্ট চার্জিং সুবিধা। সংবাদ বিজ্ঞপ্তি।