মুক্তি পাচ্ছে শারমিনের ‘ডাক দিলে করবো না রাও’

ইউটিউব চ্যানেল শারমিন গ্যালারি থেকে গতকাল মুক্তি পেয়েছে মৌলিক গান ‘ডাক দিলে করবো না রাও’ গান। লেখক গবেষক গীতিকবি শাকির দেওয়ানের বিচ্ছেদী ধারার এ গানটি কেরানীগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে। শাকির দেওয়ান সৃষ্ট অনেক গানই শারমিন গভীর অনুভূতি দিয়ে কণ্ঠে প্রকাশ করেন। এ প্রসঙ্গে শারমিন বলেন, শাকির দেওয়ানকে আমি বাবা বলে ডাকি। বাবার লেখা প্রতিটি গানই আমার কাছে মনে হয় জীবনঘনিষ্ঠ গল্প। তার গানকে ধারণ করা মানেই সুর-বাণীর দ্যোতনায় জীবনকে প্রত্যক্ষ করা।

আড়ং ডেইরি- চ্যানেল আই চ্যাম্পিয়ন শারমিন। বাংলার চিরায়ত মাটির গান যার সত্তাজুড়ে। শারমিনের সংগীতে হাতেখড়ি বাবা হুমায়ুন সরকারের কাছে। অ-আ পাঠ শুারুর আগেই সম্মোহনী সুরের সঙ্গে গাঁটছড়া। প্রাণের মেলবন্ধন। গানের সঙ্গেই তার নিত্য বসবাস। উচ্চমাধ্যমিক পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চা ও পরিবেশনা চালিয়ে যাচ্ছেন সমানতালে। টিভি চ্যানেলসমূহে গাওয়ার পাশাপাশি মঞ্চানুষ্ঠানও করে বেড়াচ্ছেন একইভাবে। সাধারণ আটপৌরে পরিবারের সন্তানন হিসেবে শারমিন অভাবের মুখোমুখি হয়েছেন বারবার। কিন্তু মা রহিমা খাতুনের অদম্য মনোবলের কাছে অভাব হার মেনেছে প্রতিবার। মমতাময়ী মা সকল সংকট সামলে নিয়েছেন অসীম ধৈর্যগুণে। বিনয় আর সততাকে আঁকড়ে ধরেই সংগীতের তুঙ্গকে স্পর্শ করতে চান শারমিন।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ , ২১ মহররম ১৪৪২, ২৩ ভাদ্র ১৪২৭

মুক্তি পাচ্ছে শারমিনের ‘ডাক দিলে করবো না রাও’

বিনোদন প্রতিবেদক |

image

ইউটিউব চ্যানেল শারমিন গ্যালারি থেকে গতকাল মুক্তি পেয়েছে মৌলিক গান ‘ডাক দিলে করবো না রাও’ গান। লেখক গবেষক গীতিকবি শাকির দেওয়ানের বিচ্ছেদী ধারার এ গানটি কেরানীগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে। শাকির দেওয়ান সৃষ্ট অনেক গানই শারমিন গভীর অনুভূতি দিয়ে কণ্ঠে প্রকাশ করেন। এ প্রসঙ্গে শারমিন বলেন, শাকির দেওয়ানকে আমি বাবা বলে ডাকি। বাবার লেখা প্রতিটি গানই আমার কাছে মনে হয় জীবনঘনিষ্ঠ গল্প। তার গানকে ধারণ করা মানেই সুর-বাণীর দ্যোতনায় জীবনকে প্রত্যক্ষ করা।

আড়ং ডেইরি- চ্যানেল আই চ্যাম্পিয়ন শারমিন। বাংলার চিরায়ত মাটির গান যার সত্তাজুড়ে। শারমিনের সংগীতে হাতেখড়ি বাবা হুমায়ুন সরকারের কাছে। অ-আ পাঠ শুারুর আগেই সম্মোহনী সুরের সঙ্গে গাঁটছড়া। প্রাণের মেলবন্ধন। গানের সঙ্গেই তার নিত্য বসবাস। উচ্চমাধ্যমিক পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চা ও পরিবেশনা চালিয়ে যাচ্ছেন সমানতালে। টিভি চ্যানেলসমূহে গাওয়ার পাশাপাশি মঞ্চানুষ্ঠানও করে বেড়াচ্ছেন একইভাবে। সাধারণ আটপৌরে পরিবারের সন্তানন হিসেবে শারমিন অভাবের মুখোমুখি হয়েছেন বারবার। কিন্তু মা রহিমা খাতুনের অদম্য মনোবলের কাছে অভাব হার মেনেছে প্রতিবার। মমতাময়ী মা সকল সংকট সামলে নিয়েছেন অসীম ধৈর্যগুণে। বিনয় আর সততাকে আঁকড়ে ধরেই সংগীতের তুঙ্গকে স্পর্শ করতে চান শারমিন।