সাবেক এমপি শামছুল হকসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

বিধিবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ দিয়ে ১ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মো. শামছুল হক ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক এ দুটি মামলা করেন সহকারী পরিচালক মো. মহাতাব উদ্দিন। মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোহেববুল্লাহ, একই কলেজের প্রভাষক মো. বেলায়েত হোসেন খান, প্রভাষক কানিজ ফাতেমা। এক মামলায় অধ্যক্ষ মোহেববুল্লাহে জাল নথিপত্র প্রভাষক হিসেবে স্থায়ী নিয়োগ দিয়ে ১ কোটি ২ লাখ টাকা এবং আরেক মামলায় কানিজ ফাতেমাকে অবৈধভাবে প্রভাষক হিসেবে নিয়োগ দিয়ে প্রায় ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

দুদকের পরিচালক (মিডিয়া) প্রণব কুমার ভট্টচার্য জানান, গতকাল দুদকের সহকারী পরিচালক মো. মহাতাব উদ্দিন বাদী হয়ে কুমিল্লায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় মামলা ২টি দায়ের করেন। প্রথম মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের ইতিহাস বিভাগের সহযোগী িঅধ্যাপক (লিয়নে অধ্যাক্ষ) মোহাম্মদ মোহেববুল্লাহ খান এবং কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মো. শামছুল হক ভূঁইয়া এবং একই কলেজের প্রভাষক এবং কমিটির শিক্ষক প্রতিনিধি মো. বেলায়েত হোসেন খানকে আসামি করা হয়েছে। এ মামলার অভিযোগে বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় প্রতারণার আশ্রয় নিয়ে জাল ডকুমেন্ট তৈরি ও ব্যবহার করে মোহাম্মদ মোহেববুল্লাহ খানকে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে স্থায়ী পদে ১৯৯৯ সালের ২১ মার্চ নিয়োগ দেন। ওই সময় থেকে একই বছরের ৬ জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ সরকারি মোট এক কোটি ২ লাখ ৭২ হাজার ১ শত ৭২ টাকা সত্তর পয়সা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়েছে।

অপর মামলাটিতে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মো. শামছুল হক ভূঁইয়া ও প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি মো. বেলায়েত হোসেন খান এবং কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক কানিজ ফাতেমাকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা একে অপরের সহযোগিতায় আসামি কানিজ ফাতেমার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি না থাকা সত্ত্বেও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে চাকরির আবেদন করে প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে ‘প্রভাষক’ পদে নিয়োগের মাধ্যমে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে।

একই সময়ে কানিজ ফাতেমা বেতন-ভাতা বাবদ সরকারি ৩১ লাখ ৭২ হাজার ৯ শত পাঁচ টাকা ৯৪ পয়সা) টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

পাঁচ লাখ ঘুষ নেয়ায় অডিটরের বিরুদ্ধে মামলা

এদিকে সরকারি কর্মচারীদের ভেতনের টাকা দেয়ার বিনিময়ে ৫ লাখ টাকা ঘুষ নেয়ার সময় গ্রেফতার হওয়া ব্রাক্ষণবাড়িয়ার জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. কুতুব উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের সহকারী পরিচালক রাফী মো. নাজমুস্ সা’দাৎ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি গত ২৫ জুন সড়ক ও জনপথ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের প্রায় ৪৩ লাখ টাকার বকেয়া বেতনবিল পরিশোধের কাজ করে দেয়ার শর্ত হিসেবে দফতরের (সওজ) কার্য সহকারী মো. নজরুল ইসলামের কাছে ৫ লাখ টাকা ঘুষ নেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

আরও খবর
চার দশকে বিশ্বের দুই-তৃতীয়াংশ বণ্যপ্রাণীর প্রাণনাশ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস
ভাসানচর নয় স্বদেশে ফিরতে চায় রোহিঙ্গারা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওয়াহিদুজ্জামান চাকরিচ্যুত
অস্ট্রেলিয়ায় পাচারের ট্রানজিট বেছে নেয়া হয় বাংলাদেশ
বহির্বিভাগে সেবাপ্রাপ্তির অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে
সাহেদের অস্ত্র মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
অচলাবস্থার ৮ দিন পর ফেরি চলাচল শুরু হচ্ছে আজ
শিশু-উদ্ধার : দুই অপহরণকারী গ্রেফতার
জঙ্গি সন্দেহে ৪ জন গ্রেফতার
সাবরিনা-আরিফসহ ৮ জনের বিরুদ্ধে মামলায় আরও দু’জনের সাক্ষ্য
বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৩
সড়ক দুর্ঘটনায় শিক্ষক পুলিশসহ নিহত ৩

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ , ২১ মহররম ১৪৪২, ২৩ ভাদ্র ১৪২৭

বিধিবহির্ভূত শিক্ষক নিয়োগ ও অর্থ আত্মসাৎ

সাবেক এমপি শামছুল হকসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব বার্তা পরিবেশক |

বিধিবহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ দিয়ে ১ কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাঁদপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মো. শামছুল হক ভূঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক এ দুটি মামলা করেন সহকারী পরিচালক মো. মহাতাব উদ্দিন। মামলায় অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোহেববুল্লাহ, একই কলেজের প্রভাষক মো. বেলায়েত হোসেন খান, প্রভাষক কানিজ ফাতেমা। এক মামলায় অধ্যক্ষ মোহেববুল্লাহে জাল নথিপত্র প্রভাষক হিসেবে স্থায়ী নিয়োগ দিয়ে ১ কোটি ২ লাখ টাকা এবং আরেক মামলায় কানিজ ফাতেমাকে অবৈধভাবে প্রভাষক হিসেবে নিয়োগ দিয়ে প্রায় ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

দুদকের পরিচালক (মিডিয়া) প্রণব কুমার ভট্টচার্য জানান, গতকাল দুদকের সহকারী পরিচালক মো. মহাতাব উদ্দিন বাদী হয়ে কুমিল্লায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় মামলা ২টি দায়ের করেন। প্রথম মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত কলেজের ইতিহাস বিভাগের সহযোগী িঅধ্যাপক (লিয়নে অধ্যাক্ষ) মোহাম্মদ মোহেববুল্লাহ খান এবং কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ মো. শামছুল হক ভূঁইয়া এবং একই কলেজের প্রভাষক এবং কমিটির শিক্ষক প্রতিনিধি মো. বেলায়েত হোসেন খানকে আসামি করা হয়েছে। এ মামলার অভিযোগে বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় প্রতারণার আশ্রয় নিয়ে জাল ডকুমেন্ট তৈরি ও ব্যবহার করে মোহাম্মদ মোহেববুল্লাহ খানকে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে স্থায়ী পদে ১৯৯৯ সালের ২১ মার্চ নিয়োগ দেন। ওই সময় থেকে একই বছরের ৬ জুন পর্যন্ত বেতন-ভাতা বাবদ সরকারি মোট এক কোটি ২ লাখ ৭২ হাজার ১ শত ৭২ টাকা সত্তর পয়সা উত্তোলনপূর্বক আত্মসাৎ করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/ ৪৬৮/৪৭১/৪৭৭(ক)/১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়েছে।

অপর মামলাটিতে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মো. শামছুল হক ভূঁইয়া ও প্রভাষক ও শিক্ষক প্রতিনিধি মো. বেলায়েত হোসেন খান এবং কলেজের দর্শন শাস্ত্র বিভাগের প্রভাষক কানিজ ফাতেমাকে আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা একে অপরের সহযোগিতায় আসামি কানিজ ফাতেমার প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি না থাকা সত্ত্বেও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে চাকরির আবেদন করে প্রতারণার আশ্রয় নিয়ে অবৈধভাবে ‘প্রভাষক’ পদে নিয়োগের মাধ্যমে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে।

একই সময়ে কানিজ ফাতেমা বেতন-ভাতা বাবদ সরকারি ৩১ লাখ ৭২ হাজার ৯ শত পাঁচ টাকা ৯৪ পয়সা) টাকা উত্তোলনপূর্বক আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

পাঁচ লাখ ঘুষ নেয়ায় অডিটরের বিরুদ্ধে মামলা

এদিকে সরকারি কর্মচারীদের ভেতনের টাকা দেয়ার বিনিময়ে ৫ লাখ টাকা ঘুষ নেয়ার সময় গ্রেফতার হওয়া ব্রাক্ষণবাড়িয়ার জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর মো. কুতুব উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের সহকারী পরিচালক রাফী মো. নাজমুস্ সা’দাৎ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি গত ২৫ জুন সড়ক ও জনপথ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের প্রায় ৪৩ লাখ টাকার বকেয়া বেতনবিল পরিশোধের কাজ করে দেয়ার শর্ত হিসেবে দফতরের (সওজ) কার্য সহকারী মো. নজরুল ইসলামের কাছে ৫ লাখ টাকা ঘুষ নেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।