গত বছরের ১ জুলাই থেকে রেমিট্যান্সের প্রণোদনা কার্যকর

রেমিট্যান্সের ২ শতাংশ নগদ প্রণোদনা প্রবাসীরা কোন দিন থেকে পাবেন সেই তারিখ স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশন অনুযায়ী, ২০১৯ সালের ১ জুলাই থেকে এ প্রণোদনা পাবেন গ্রাহক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, রেমিট্যান্স প্রণোদনার বিষয়ে চলতি বছরের ১১ মার্চ একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশি মালিকানাধীন শিপিংলাইন্স ও এয়ারলাইন্স কোম্পানির বিদেশ অফিসে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) ও বিদেশি শিপিংলাইন্স ও এয়ারলাইন্সে কর্মরত বাংলাদেশি মেরিনার ও এয়ার ক্রাফট পাইলট এবং বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ বা অন্যান্য সংস্থা, প্রতিষ্ঠান এবং বিদেশি মিশনে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা বিদেশে অবস্থানকালীন সময়ে অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে প্রেরণ করলে ওই অর্থের ওপর নগদ সহায়তা প্রাপ্যতার বিষয়টি নিশ্চিত করে অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছিল। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সেই প্রজ্ঞাপনে বর্ণিত অবিলম্বে কার্যকর বলতে কোন কোন ব্যাংক ২০১৯ সালের ১ জুলাই এবং কোন কোন ব্যাংক প্রজ্ঞাপনের তারিখ হতে রেমিট্যান্স বিবেচনা করে গ্রাহককে ২ শতাংশ নগদ সহায়তা প্রদান করছে। এতে করে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই নতুন করে স্পষ্ট করা যাচ্ছে, ‘এ নির্দেশনা ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে এবং অনুগ্রহপূর্বক সংশ্লিষ্ট সব পক্ষকে বিষয়টি অবহিত করবেন।’

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

গত বছরের ১ জুলাই থেকে রেমিট্যান্সের প্রণোদনা কার্যকর

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

রেমিট্যান্সের ২ শতাংশ নগদ প্রণোদনা প্রবাসীরা কোন দিন থেকে পাবেন সেই তারিখ স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশন অনুযায়ী, ২০১৯ সালের ১ জুলাই থেকে এ প্রণোদনা পাবেন গ্রাহক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, রেমিট্যান্স প্রণোদনার বিষয়ে চলতি বছরের ১১ মার্চ একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশি মালিকানাধীন শিপিংলাইন্স ও এয়ারলাইন্স কোম্পানির বিদেশ অফিসে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) ও বিদেশি শিপিংলাইন্স ও এয়ারলাইন্সে কর্মরত বাংলাদেশি মেরিনার ও এয়ার ক্রাফট পাইলট এবং বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ বা অন্যান্য সংস্থা, প্রতিষ্ঠান এবং বিদেশি মিশনে (বাংলাদেশ সরকার বা সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্যতীত) কর্মরত বাংলাদেশি কর্মকর্তারা বিদেশে অবস্থানকালীন সময়ে অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে প্রেরণ করলে ওই অর্থের ওপর নগদ সহায়তা প্রাপ্যতার বিষয়টি নিশ্চিত করে অবিলম্বে তা কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছিল। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, সেই প্রজ্ঞাপনে বর্ণিত অবিলম্বে কার্যকর বলতে কোন কোন ব্যাংক ২০১৯ সালের ১ জুলাই এবং কোন কোন ব্যাংক প্রজ্ঞাপনের তারিখ হতে রেমিট্যান্স বিবেচনা করে গ্রাহককে ২ শতাংশ নগদ সহায়তা প্রদান করছে। এতে করে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। তাই নতুন করে স্পষ্ট করা যাচ্ছে, ‘এ নির্দেশনা ২০১৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে এবং অনুগ্রহপূর্বক সংশ্লিষ্ট সব পক্ষকে বিষয়টি অবহিত করবেন।’