ভ্যাট ফাঁকির অভিযোগে মশার কয়েলের ট্রাক জব্দ

ভ্যাট ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে শারমিন কেমিক্যাল ওয়ার্কসের ১৪৪ কার্টন সোনালী ব্রান্ডের মশার কয়েল পরিবহনকারী একটি ট্রাক আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল বিষয়টি জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার দল গতকাল রাতে নারায়ণগঞ্জের মিজমিজি এলাকায় ট্রাকের গতিরোধ করে কাগজপত্র যাচাই করে দেখতে পায় যে বহনকৃত পণ্যের ভ্যাট না দিয়ে কারখানা থেকে বের করা হয়েছে। জব্দকৃত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো শ ১১-১৩৪৪। ট্রাকটিতে একটি ভুয়া ভ্যাট চালান ছিল। জব্দ ট্রাক ও পণ্য ঢাকার পূর্ব ভ্যাট কমিশনারেটে জমা করা হয়েছে। পণ্যের মূল্য ও ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করে ভ্যাট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগেও ভ্যাট গোয়েন্দার দল ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা দিয়েছিল, যা বর্তমানে বিচারাধীন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

ভ্যাট ফাঁকির অভিযোগে মশার কয়েলের ট্রাক জব্দ

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

ভ্যাট ফাঁকির অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে শারমিন কেমিক্যাল ওয়ার্কসের ১৪৪ কার্টন সোনালী ব্রান্ডের মশার কয়েল পরিবহনকারী একটি ট্রাক আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গতকাল বিষয়টি জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দার দল গতকাল রাতে নারায়ণগঞ্জের মিজমিজি এলাকায় ট্রাকের গতিরোধ করে কাগজপত্র যাচাই করে দেখতে পায় যে বহনকৃত পণ্যের ভ্যাট না দিয়ে কারখানা থেকে বের করা হয়েছে। জব্দকৃত ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো শ ১১-১৩৪৪। ট্রাকটিতে একটি ভুয়া ভ্যাট চালান ছিল। জব্দ ট্রাক ও পণ্য ঢাকার পূর্ব ভ্যাট কমিশনারেটে জমা করা হয়েছে। পণ্যের মূল্য ও ভ্যাট ফাঁকির পরিমাণ নির্ণয় করে ভ্যাট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগেও ভ্যাট গোয়েন্দার দল ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১২০ কোটি টাকার ভ্যাট ফাঁকির মামলা দিয়েছিল, যা বর্তমানে বিচারাধীন।