দ. কেরানীগঞ্জের ওসিসহ ৩ পুলিশের নারী অপহরণ মামলা থেকে অব্যাহতি

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামানসহ ৩ পুলিশ কর্মকর্তাকে নারী অপহরণ মামলা থেকে অব্যাহতি দেন আদালত। অব্যাহতিপ্রাপ্ত অপর দুই পুলিশ কর্মকর্তা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহাদাত হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) আশিকুজ্জামান। ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাবাসুম ইসলামের আদালতে গত বুধবার কর্মজীবী এক নারী নালিশী দরখাস্ত দাখিল করেন। নালিশী দরখাস্তে কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজা, রাহাত, জি এম সারোয়ার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহাদাত হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) আশিকুজ্জামান ও ওসি শাহজামানকে আসামি করা হয়েছে।

বাদীর দয়েরকৃত নালিশী দরখাস্তটি পিটিশন মামলা হিসেবে নথিভুক্ত করে আদেশ দিয়েছেন আদালত। এতে বলা হয়, আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা মতে বাদীর জবানবন্দী গ্রহণ করার পর ৫-৭ নম্বর আসামি দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহাদাত হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) আশিকুজ্জামান ও অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামানের বিরুদ্ধে মামলায় আগ্রসর হওয়ার মতো উপাদান না পেয়ে তাদের অব্যাহতি দেয়া হয়।

মামলার অন্য চার আসামিদের বিরুদ্ধে আগ্রসর ও তদন্তের আদেশ দেন। আদালত মামলাটি অনুসন্ধান করতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসিকে আথবা তার অধীনস্থ সাব ইন্সপেক্টর পদমর্জাদার নিচে নয় এমন কর্মকর্তাকে দিয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ট্রাইব্যুনালে জামাদানের আদেশ দেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

দ. কেরানীগঞ্জের ওসিসহ ৩ পুলিশের নারী অপহরণ মামলা থেকে অব্যাহতি

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহজামানসহ ৩ পুলিশ কর্মকর্তাকে নারী অপহরণ মামলা থেকে অব্যাহতি দেন আদালত। অব্যাহতিপ্রাপ্ত অপর দুই পুলিশ কর্মকর্তা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহাদাত হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) আশিকুজ্জামান। ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাবাসুম ইসলামের আদালতে গত বুধবার কর্মজীবী এক নারী নালিশী দরখাস্ত দাখিল করেন। নালিশী দরখাস্তে কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান, ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজা, রাহাত, জি এম সারোয়ার, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহাদাত হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) আশিকুজ্জামান ও ওসি শাহজামানকে আসামি করা হয়েছে।

বাদীর দয়েরকৃত নালিশী দরখাস্তটি পিটিশন মামলা হিসেবে নথিভুক্ত করে আদেশ দিয়েছেন আদালত। এতে বলা হয়, আদালত ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা মতে বাদীর জবানবন্দী গ্রহণ করার পর ৫-৭ নম্বর আসামি দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহাদাত হোসেন ও ইন্সপেক্টর (তদন্ত) আশিকুজ্জামান ও অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামানের বিরুদ্ধে মামলায় আগ্রসর হওয়ার মতো উপাদান না পেয়ে তাদের অব্যাহতি দেয়া হয়।

মামলার অন্য চার আসামিদের বিরুদ্ধে আগ্রসর ও তদন্তের আদেশ দেন। আদালত মামলাটি অনুসন্ধান করতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসিকে আথবা তার অধীনস্থ সাব ইন্সপেক্টর পদমর্জাদার নিচে নয় এমন কর্মকর্তাকে দিয়ে আগামী ৭ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ট্রাইব্যুনালে জামাদানের আদেশ দেন।