গোয়ালন্দে স্কুলছাত্র মিরাজ হত্যাকারীদের বিচার দাবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের পদ্মার দুর্গম চর থেকে দুই হাত বিচ্ছিন্ন স্কুল ছাত্র সুমন খান ওরফে মিরাজ খাঁর (১৬) খুনীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা। গত বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মিরাজ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া গ্রামের সিরাজ খার ছেলে। সে দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। গত ২৭ আগস্ট সন্ধ্যায় অজ্ঞাত ফোন পেয়ে মিরাজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সুমন ওরফে মিরাজ নিখোঁজ ছিল। গত ৩১ আগস্ট উপজেলার দেবগ্রাম ইউপির কাওয়ালজানি এলাকার পদ্মা নদীর পাড়ে কাঁদাপানিতে পুতে রাখা মরদেহ দেখতে পায়।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, অপরাধীদের ধরতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

গোয়ালন্দে স্কুলছাত্র মিরাজ হত্যাকারীদের বিচার দাবি

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

image

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের পদ্মার দুর্গম চর থেকে দুই হাত বিচ্ছিন্ন স্কুল ছাত্র সুমন খান ওরফে মিরাজ খাঁর (১৬) খুনীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের সহপাঠী ও শিক্ষকরা। গত বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মিরাজ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর চর পাচুরিয়া গ্রামের সিরাজ খার ছেলে। সে দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। গত ২৭ আগস্ট সন্ধ্যায় অজ্ঞাত ফোন পেয়ে মিরাজ বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে সুমন ওরফে মিরাজ নিখোঁজ ছিল। গত ৩১ আগস্ট উপজেলার দেবগ্রাম ইউপির কাওয়ালজানি এলাকার পদ্মা নদীর পাড়ে কাঁদাপানিতে পুতে রাখা মরদেহ দেখতে পায়।

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল-তায়াবীর বলেন, অপরাধীদের ধরতে পুলিশ সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।