‘ছায়াবৃক্ষ’ সিনেমায় বড়দা মিঠু

মাহমুদুল ইসলাম মিঠু। শোবিজের সবাই ডাকেন ‘বড়দা মিঠু’। দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। সম্প্রতি ‘য়ায়াবৃক্ষ’ নামের একটি ছবিতে যুক্ত হলেন এ অভিনেতা। ২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ‘ছায়াবৃক্ষ’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তানভীর আহমেদ সিডনির লেখা। এর গল্প চা ক্রমিকদের জীবনের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে।

অনুদানের এই ছবিতে কাজ করা প্রসঙ্গে বড়দা মিঠু বলেন, ‘চা বাগানের সর্দারের চরিত্রে আমাকে দেখা যাবে। গল্পটা বেশ চমৎকার। আশা করছি দর্শক নতুন একটি চরিত্রে আমাকে দেখতে পাবে। আমার চরিত্র উপস্থাপনাংয় বরাবরই ভিন্নতা থাকে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই।’ ‘বড়দা মিঠু’ ছবিটিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন। ছবিটিতে আরও অভিনয় করার কথা রয়েছে নিরব, বড়দা মিঠু, ইকবাল আহমেদসহ অনেক চেনামুখ। অনুপম কথাচিত্রের ব্যানারে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

‘ছায়াবৃক্ষ’ সিনেমায় বড়দা মিঠু

বিনোদন প্রতিবেদক |

image

মাহমুদুল ইসলাম মিঠু। শোবিজের সবাই ডাকেন ‘বড়দা মিঠু’। দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। সম্প্রতি ‘য়ায়াবৃক্ষ’ নামের একটি ছবিতে যুক্ত হলেন এ অভিনেতা। ২০১৯-২০ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য বিভাগে ৫০ লাখ টাকা অনুদান পেয়েছে ‘ছায়াবৃক্ষ’। অনুপম কুমার বড়ুয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ‘ছায়াবৃক্ষ’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য তানভীর আহমেদ সিডনির লেখা। এর গল্প চা ক্রমিকদের জীবনের সুখ, দুঃখ, হাসি, কান্না নিয়ে।

অনুদানের এই ছবিতে কাজ করা প্রসঙ্গে বড়দা মিঠু বলেন, ‘চা বাগানের সর্দারের চরিত্রে আমাকে দেখা যাবে। গল্পটা বেশ চমৎকার। আশা করছি দর্শক নতুন একটি চরিত্রে আমাকে দেখতে পাবে। আমার চরিত্র উপস্থাপনাংয় বরাবরই ভিন্নতা থাকে। এবারও ব্যতিক্রম হচ্ছে না। সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই।’ ‘বড়দা মিঠু’ ছবিটিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন। ছবিটিতে আরও অভিনয় করার কথা রয়েছে নিরব, বড়দা মিঠু, ইকবাল আহমেদসহ অনেক চেনামুখ। অনুপম কথাচিত্রের ব্যানারে আগামী মাসেই ছবিটির শুটিং শুরু হবে।