বঙ্গবন্ধুকে নিয়ে রফিকুল আলমের গান

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি গানে কন্ঠ দিয়েছেন বরেণ্য সঙ্গীতশিল্পী রফিকুল আলম। ‘তোমার হাতটি ধরে স্বাধীন হলো এদেশ’ শিরোনামের গানটি লিখেছেন শিফফাত শাহরিয়ার, সুর করেছেন শেখ মিলন। সম্প্রতি ইউটিউব চ্যানেল মিউজিক স্টেশন থেকে গানটি প্রকাশ করা হয়েছে । রফিকুল আলম বলেন, গানটি গেয়ে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করলাম, তার কাছে আমাদের অপরিসীম রৃণের স্বীকার করা হলো হয়তো কিছুটা। বঙ্গবন্ধুকে নিয়ে গান করার সময় আবেগ ও শোকে কন্ঠ ভারি হয়ে আসছিলো বলেও জানান তিনি। গীতিকার শিফফাত শাহরিয়ার দৈনিক সংবাদকে বলেন, গানটি সবাই পছন্দ করলে এ প্রয়াস সার্থক হবে। বিষয়ের কারণে গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

বঙ্গবন্ধুকে নিয়ে রফিকুল আলমের গান

বিনোদন প্রতিবেদক |

image

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে একটি গানে কন্ঠ দিয়েছেন বরেণ্য সঙ্গীতশিল্পী রফিকুল আলম। ‘তোমার হাতটি ধরে স্বাধীন হলো এদেশ’ শিরোনামের গানটি লিখেছেন শিফফাত শাহরিয়ার, সুর করেছেন শেখ মিলন। সম্প্রতি ইউটিউব চ্যানেল মিউজিক স্টেশন থেকে গানটি প্রকাশ করা হয়েছে । রফিকুল আলম বলেন, গানটি গেয়ে বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করলাম, তার কাছে আমাদের অপরিসীম রৃণের স্বীকার করা হলো হয়তো কিছুটা। বঙ্গবন্ধুকে নিয়ে গান করার সময় আবেগ ও শোকে কন্ঠ ভারি হয়ে আসছিলো বলেও জানান তিনি। গীতিকার শিফফাত শাহরিয়ার দৈনিক সংবাদকে বলেন, গানটি সবাই পছন্দ করলে এ প্রয়াস সার্থক হবে। বিষয়ের কারণে গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।