আগামীকাল আসছে ‘ইনফিনিটি’

ডিরেক্টর মেহেদি হাসিব নির্মাণ করছেন ওয়েব সিরিজ ইনফিনিটি। রহস্যে আর রোমাঞ্চে ভরা থাকে সিক্রেট সার্ভিস এজেন্টদের জীবন, কিন্তু নিজের মামার ল্যাবে ঘটে যাওয়া এক বিশেষ কারন এজেন্ট মুরাদের জীবনকে নিয়ে যায় এক অন্য উচ্চতায় কি ঘটেছিলো মামার ল্যাবে? কেনো মুরাদের এতো শত্রু? মুরাদ কি পারবে ইতিহাসের সবচাইতে স্মার্ট শত্রুর মোকাবিলা করতে? পারবে বাংলাদেশকে রক্ষা করতে এক ভয়ংকর শত্রুর হাত থেকে? দর্শক এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ওয়েব সিরিজ ইনফিনিটির প্রথম সিজনে; যা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর আলোচিত ও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম বিঞ্জ-এ! ৭ পর্বের এই অ্যাকশন থ্রিলারে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ও টয়া, সঙ্গে আরও আছেন মুকিত জাকারিয়া, শক্তিশালী অভিনেতা সুমন আনোয়ার, মাসুম বাশার, আমীরুল ইসলাম ও তানভিরসহ অনেকেই । পরিচালক মেহেদি হাসিব জানান, গল্পের প্রয়োজনে ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্য ভাবে ফুটিয়ে তোলার প্রয়োজনে বানাতে হয়েছিলো ৫ টি ভিন্ন ভিন্ন ব্যাতিক্রমধর্মী সেট সেই সঙ্গে একটি বিশাল ক্রোমা সেট। বাজেট ও পরিপার্শ্বিকতার সমন্বয় ঘটাতে, ১৭ টি ভিন্ন ভিন্ন জোনে ৭ পর্বের ইনিফিনিটি ওয়েব সিরিজটির শুটিং শেষ করতে হয়েছিলো মাত্র ৭ দিনেই যার মধ্যে বেশ কয়েকদিন একটানা ২০ থেকে ২২ ঘন্টা শুটিং করতে হয়।

এই ওয়েব সিরিজের এক্সিকিউটিভ প্রডিউসার ও প্রডাকশন হাউজ মোশনরক এন্টারটেইনমেন্ট এর কর্ণধার মাসুদুল হাসান, এক প্রশ্নের জবাবে সে জানান, গল্প, প্লট, পারফেক্ট কাস্টিং , সেট, আধুনিক ভি এফ এক্স, মিউজিক সবকিছুর চমৎকার করে বানানো হয়েছে ‘ইনফিনিটি’ ওয়েব সিরিজটি, আশা করি দর্শকেরা নতুন কিছু দেখতে পাবে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

আগামীকাল আসছে ‘ইনফিনিটি’

বিনোদন প্রতিবেদক |

image

ডিরেক্টর মেহেদি হাসিব নির্মাণ করছেন ওয়েব সিরিজ ইনফিনিটি। রহস্যে আর রোমাঞ্চে ভরা থাকে সিক্রেট সার্ভিস এজেন্টদের জীবন, কিন্তু নিজের মামার ল্যাবে ঘটে যাওয়া এক বিশেষ কারন এজেন্ট মুরাদের জীবনকে নিয়ে যায় এক অন্য উচ্চতায় কি ঘটেছিলো মামার ল্যাবে? কেনো মুরাদের এতো শত্রু? মুরাদ কি পারবে ইতিহাসের সবচাইতে স্মার্ট শত্রুর মোকাবিলা করতে? পারবে বাংলাদেশকে রক্ষা করতে এক ভয়ংকর শত্রুর হাত থেকে? দর্শক এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ওয়েব সিরিজ ইনফিনিটির প্রথম সিজনে; যা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর আলোচিত ও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম বিঞ্জ-এ! ৭ পর্বের এই অ্যাকশন থ্রিলারে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ ও টয়া, সঙ্গে আরও আছেন মুকিত জাকারিয়া, শক্তিশালী অভিনেতা সুমন আনোয়ার, মাসুম বাশার, আমীরুল ইসলাম ও তানভিরসহ অনেকেই । পরিচালক মেহেদি হাসিব জানান, গল্পের প্রয়োজনে ও চিত্রনাট্য বিশ্বাসযোগ্য ভাবে ফুটিয়ে তোলার প্রয়োজনে বানাতে হয়েছিলো ৫ টি ভিন্ন ভিন্ন ব্যাতিক্রমধর্মী সেট সেই সঙ্গে একটি বিশাল ক্রোমা সেট। বাজেট ও পরিপার্শ্বিকতার সমন্বয় ঘটাতে, ১৭ টি ভিন্ন ভিন্ন জোনে ৭ পর্বের ইনিফিনিটি ওয়েব সিরিজটির শুটিং শেষ করতে হয়েছিলো মাত্র ৭ দিনেই যার মধ্যে বেশ কয়েকদিন একটানা ২০ থেকে ২২ ঘন্টা শুটিং করতে হয়।

এই ওয়েব সিরিজের এক্সিকিউটিভ প্রডিউসার ও প্রডাকশন হাউজ মোশনরক এন্টারটেইনমেন্ট এর কর্ণধার মাসুদুল হাসান, এক প্রশ্নের জবাবে সে জানান, গল্প, প্লট, পারফেক্ট কাস্টিং , সেট, আধুনিক ভি এফ এক্স, মিউজিক সবকিছুর চমৎকার করে বানানো হয়েছে ‘ইনফিনিটি’ ওয়েব সিরিজটি, আশা করি দর্শকেরা নতুন কিছু দেখতে পাবে।