ওয়েটারের জীবন কাহিনী নিয়ে নাটক

তৈরি হয়েছে নাটক ‘উই আর ওয়েটার’। এটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। এতে জিসান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং সায়মা চরিত্রে তাসনিয়া ফারিন। তৌসিফ বলেন, ‘বিভিন্ন ধরনের চরিত্রে এ পর্যন্ত অভিনয় করলেও হোটেল ওয়েটারের চরিত্রে এই প্রথম কাজ করলাম। এ নাটকের গল্পে শিক্ষণীয় অনেক কিছুই আছে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

তাসনিয়া ফারিন বলেন, এ নাটকের গল্প গতানুগতিক নয়। দর্শকদের আকৃষ্ট করার মতো অনেক কিছুই আছে নাটকে। আশা করছি নাটকটি উপভোগ্য হবে। গ্রিনওয়েভ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত এ নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। নাটকের গল্প একজন হোটেল ওয়েটার ভোরের আলো ফোটার পর থেকে গভীর রাত পর্যন্ত নিরলস কাজ করেন। কাজের মাধ্যমে নিজের জীবনের হতাশা আর দুঃখগুলোকে সযতনে আড়াল করে রাখেন।

এ ওয়েটারদের জীবনযাপন আসলে কেমন তা নিয়ে জিসানের আগ্রহ প্রবল। তাই জিসানই হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়ালেখা করে হোটেলের ওয়েটারের চাকরি নেয়। অন্যদিকে তার প্রেমিকা সায়মা অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী। পারিবার তার বিয়ের জন্য অন্যত্র পাত্র ঠিক করে। তাতে সায়মা রাজি হয় না। পারিবারিক নানা ঘটনার পর এক সময় জিসানকে না জানিয়ে সায়মাও একই হোটেলে ওয়েটারের চাকরি নেয়।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

ওয়েটারের জীবন কাহিনী নিয়ে নাটক

বিনোদন প্রতিবেদক |

image

তৈরি হয়েছে নাটক ‘উই আর ওয়েটার’। এটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। এতে জিসান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব এবং সায়মা চরিত্রে তাসনিয়া ফারিন। তৌসিফ বলেন, ‘বিভিন্ন ধরনের চরিত্রে এ পর্যন্ত অভিনয় করলেও হোটেল ওয়েটারের চরিত্রে এই প্রথম কাজ করলাম। এ নাটকের গল্পে শিক্ষণীয় অনেক কিছুই আছে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে।

তাসনিয়া ফারিন বলেন, এ নাটকের গল্প গতানুগতিক নয়। দর্শকদের আকৃষ্ট করার মতো অনেক কিছুই আছে নাটকে। আশা করছি নাটকটি উপভোগ্য হবে। গ্রিনওয়েভ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত এ নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে। নাটকের গল্প একজন হোটেল ওয়েটার ভোরের আলো ফোটার পর থেকে গভীর রাত পর্যন্ত নিরলস কাজ করেন। কাজের মাধ্যমে নিজের জীবনের হতাশা আর দুঃখগুলোকে সযতনে আড়াল করে রাখেন।

এ ওয়েটারদের জীবনযাপন আসলে কেমন তা নিয়ে জিসানের আগ্রহ প্রবল। তাই জিসানই হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে পড়ালেখা করে হোটেলের ওয়েটারের চাকরি নেয়। অন্যদিকে তার প্রেমিকা সায়মা অ্যাকাউন্টিংয়ের শিক্ষার্থী। পারিবার তার বিয়ের জন্য অন্যত্র পাত্র ঠিক করে। তাতে সায়মা রাজি হয় না। পারিবারিক নানা ঘটনার পর এক সময় জিসানকে না জানিয়ে সায়মাও একই হোটেলে ওয়েটারের চাকরি নেয়।