আদিবাসীদের তীরে বিদ্ধ হয়ে মারা গেলেন আদিবাসী বিশেষজ্ঞ

রাইলি ফ্রান্সিসকাতো নামে এক খ্যাকিমান বিশেষজ্ঞ অ্যামাজনের গহীন অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসীদের আবাসস্থলের কাছে গিয়ে বুকে তীরবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। ব্রাজিলের শীর্ষ এ বিশেষজ্ঞ অ্যামাজনের আদিবাসীদের নিয়ে গবেষণা করতে সরকারের আদিবাসীবিষয়ক সংস্থা ফুনাইয়ের কাজের অংশ হিসেবে অ্যামাজনের অরণ্যে উপজাতি একটি গোষ্ঠীর কার্যক্রম পর্যবেক্ষণ করতে গিয়ে আদিবাসীদেরই তীরে বিদ্ধ হন। এএফপি।

গতকাল সংবাদমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীরা জানায় ফ্রান্সিসকাতো ও তার দল অ্যামাজনের একটি আদিবাসী গোষ্ঠীর কাছে পৌঁছানোর পরই গুলিবিদ্ধ হন। সরকারি প্রতিনিধি দলের সঙ্গে পুলিশও আদিবাসীরা চড়াও হলে তিনি পুলিশের গাড়ির পেছনে আশ্রয় নেয়ার চেষ্টা করলে এতেও শেষ রক্ষা হয়নি। আদিবাসীদের ছোড়া তীর ভেদ করে ফ্রান্সিসকাতোর বুক চীরে মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তা জানান, বুক থেকে তীরটি অপসারণ করতে সক্ষম হয়েছিলেন ফ্রান্সিসকাতো। কৌতারিও রিভার বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর জীবনাচরণ পর্যবেক্ষণে ফ্রান্সিসকাতো সেখানে গিয়েছিলেন। গ্যাব্রিয়েল উচিডাও ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, এই গোষ্ঠীটি সেখানে শান্ত ছিল। কিন্তু হঠাৎ করেই তাদের সশস্ত্র পাঁচজনের একটি দল এসে হামলা চালায়।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

আদিবাসীদের তীরে বিদ্ধ হয়ে মারা গেলেন আদিবাসী বিশেষজ্ঞ

রাইলি ফ্রান্সিসকাতো নামে এক খ্যাকিমান বিশেষজ্ঞ অ্যামাজনের গহীন অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসীদের আবাসস্থলের কাছে গিয়ে বুকে তীরবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। ব্রাজিলের শীর্ষ এ বিশেষজ্ঞ অ্যামাজনের আদিবাসীদের নিয়ে গবেষণা করতে সরকারের আদিবাসীবিষয়ক সংস্থা ফুনাইয়ের কাজের অংশ হিসেবে অ্যামাজনের অরণ্যে উপজাতি একটি গোষ্ঠীর কার্যক্রম পর্যবেক্ষণ করতে গিয়ে আদিবাসীদেরই তীরে বিদ্ধ হন। এএফপি।

গতকাল সংবাদমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীরা জানায় ফ্রান্সিসকাতো ও তার দল অ্যামাজনের একটি আদিবাসী গোষ্ঠীর কাছে পৌঁছানোর পরই গুলিবিদ্ধ হন। সরকারি প্রতিনিধি দলের সঙ্গে পুলিশও আদিবাসীরা চড়াও হলে তিনি পুলিশের গাড়ির পেছনে আশ্রয় নেয়ার চেষ্টা করলে এতেও শেষ রক্ষা হয়নি। আদিবাসীদের ছোড়া তীর ভেদ করে ফ্রান্সিসকাতোর বুক চীরে মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী পুলিশ কর্মকর্তা জানান, বুক থেকে তীরটি অপসারণ করতে সক্ষম হয়েছিলেন ফ্রান্সিসকাতো। কৌতারিও রিভার বিচ্ছিন্ন আদিবাসী গোষ্ঠীর জীবনাচরণ পর্যবেক্ষণে ফ্রান্সিসকাতো সেখানে গিয়েছিলেন। গ্যাব্রিয়েল উচিডাও ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, এই গোষ্ঠীটি সেখানে শান্ত ছিল। কিন্তু হঠাৎ করেই তাদের সশস্ত্র পাঁচজনের একটি দল এসে হামলা চালায়।