হাউথিদের ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের

ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। দক্ষিণ সীমান্তবর্তী শহর নাজরানে হামলার উদ্দেশ্যে এ ড্রোন দুটি পাঠানো হয়েছিল। সৌদি জোটের দাবি, এ মাসেই সৌদির মূল ভূখ-ে হাউথিরা একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার ভোররাতে এ হামলার চেষ্টা করা হয়। বিবিসি।

গত ১০ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম জানায়, ২০১৪ এর শেষ দিকে শিয়া মতাবলম্বী হাউথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে ২০১৫-এর মার্চের শেষদিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলোর জোট। চলমান সেই সৌদি আগ্রাসনে ইয়েমেন এখন ধ্বংসের মুখে। চলতি বছরের প্রথমদিকে মহামারীর কারণে দু’পক্ষের সম্মতিতে একটি সাময়িক যুদ্ধবিরতির শুরু হয়েছিল। কিন্তু মে মাসে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে হাউথি বাহিনীর হামলা বৃদ্ধি পেয়েছে।

হাউথিদের দাবি, তারা দুর্নীতিগ্রস্ত একটি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে।

গত মঙ্গলবার ভোরে কয়েকটি বিস্ফোরক বোঝাই ড্রোনে সৌদির আভা বিমানবন্দরে হামলার চেষ্টা করেছিল হাউথিরা। সে সময় আভা বিমানবন্দর বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল বলে দাবি হাউথিদের।

তথ্য অনুযায়ী, ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত ১ লাখেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। দেশটির ৮০ শতাংশ মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। মানবিক সংস্থাগুলো বলছে, সেখানকার লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

হাউথিদের ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের

image

ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ছোড়া দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। দক্ষিণ সীমান্তবর্তী শহর নাজরানে হামলার উদ্দেশ্যে এ ড্রোন দুটি পাঠানো হয়েছিল। সৌদি জোটের দাবি, এ মাসেই সৌদির মূল ভূখ-ে হাউথিরা একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার ভোররাতে এ হামলার চেষ্টা করা হয়। বিবিসি।

গত ১০ সেপ্টেম্বর সংবাদ মাধ্যম জানায়, ২০১৪ এর শেষ দিকে শিয়া মতাবলম্বী হাউথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে ২০১৫-এর মার্চের শেষদিকে ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলোর জোট। চলমান সেই সৌদি আগ্রাসনে ইয়েমেন এখন ধ্বংসের মুখে। চলতি বছরের প্রথমদিকে মহামারীর কারণে দু’পক্ষের সম্মতিতে একটি সাময়িক যুদ্ধবিরতির শুরু হয়েছিল। কিন্তু মে মাসে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে হাউথি বাহিনীর হামলা বৃদ্ধি পেয়েছে।

হাউথিদের দাবি, তারা দুর্নীতিগ্রস্ত একটি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে।

গত মঙ্গলবার ভোরে কয়েকটি বিস্ফোরক বোঝাই ড্রোনে সৌদির আভা বিমানবন্দরে হামলার চেষ্টা করেছিল হাউথিরা। সে সময় আভা বিমানবন্দর বেশ কয়েক ঘণ্টা বন্ধ ছিল বলে দাবি হাউথিদের।

তথ্য অনুযায়ী, ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত ১ লাখেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। দেশটির ৮০ শতাংশ মানুষ ত্রাণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। মানবিক সংস্থাগুলো বলছে, সেখানকার লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন।