হবিগঞ্জে কিশোর গ্যাং-এর আধিপত্য

কলেজছাত্রকে অপহরণকালে আটক ৪

রাজধানী ঢাকায় ‘কিশোর গ্যাং’য়ের রাজত্ব থাকলেও মফস্বল শহরে এর প্রভাব ছিল না। কিন্তু সেই ‘কিশোর গ্যাং’ এখন হবিগঞ্জেও গড়ে উঠেছে। এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের পরিচালনা করছে পাড়া-মহল্লাভিত্তিক বড় ভাইয়েরা। বড় ভাইদের নির্দেশে এমন কোন কাজ নেই যা তারা করতে অপারগতা প্রকাশ করে।

হবিগঞ্জ শহরেও বেপরোয়া হয়ে উঠেছে ‘কিশোর গ্যাং’ সদস্যরা। যাদের মূল লক্ষ্যই হচ্ছে পাড়া-মহল্লা ভিত্তিক নিজেদের আধিপত্য বিস্তার করা।

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের ইতিহাসে এই প্রথম একটি আলোচিত ঘটনা ঘটিয়েছে কিশোর গ্যাং। যা সাধারণ মানুষকে হতভম্ব ও আতঙ্কিত করে তুলেছে। শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় এক কলেজছাত্রকে অপহরণের চেষ্টা করে কিশোর গ্যাং সদস্যরা। এ সময় আন্তঃজেলা কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করে সদর থানা পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয় ভিকটিমকে।

উদ্ধারকৃত কলেজছাত্র অর্ণব আচার্য্য হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আইড়াকোনা এলাকার ডা. গোপাল আচার্য্যরে ছেলে। সে ঢাকা ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র।

আটককৃতরা হলো-আন্তঃজেলা কিশোর গ্যাংয়ের সদস্য শহরের চিরাকান্দি এলাকার বাসিন্দা অসীম কুমার দাশের ছেলে অনুপম কুমার দাস (১৭), সুখচর গ্রামের বাসিন্দা ধীরেন্দ্র দাসের ছেলে দৃশ্য দাস (১৯), শহরতলীর উমেদনগর গ্রামের যশো রায়ের ছেলে তপু রায় (১৭), শহরের বাণিজ্যিক এলাকার সুদীপ বণিকের ছেলে জয় বণিক (১৭)।

ভিকটিম অর্ণব আচার্য্য জানায়, আটককৃতরা তার বন্ধু। বেশ কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তার। পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানও করা হয়। বৃহস্পতিবার সে হবিগঞ্জ শহরের কলাপাতা রেস্টুরেন্টের সামন থেকে বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এ সময় উল্লেখিতরা তাকে মারধর করে একটি টমটমে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। টমটমটি তিনকোনা এলাকায় পৌঁছালে তার চিৎকার শুনে আশপাশের লোকজনের সন্দেহ হয়।

এছাড়াও ডিবির এসআই আজাদুর রহমান ঘটনাচক্রে সেখানে থাকলে তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে সদর থানায় অবগত করেন। খবর পেয়ে তাৎক্ষণিক এসআই হারুন আল রশিদের নেতৃত্বে একদল পুলিশ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত দৌস মোহাম্মদ জানান, বিষয়টি পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর
বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফিরিয়ে এনে মুজিববর্ষেই ফাঁসি কার্যকর করা হবে পররাষ্ট্রমন্ত্রী
১৫ সেপ্টেম্বর থেকে ঢাকা উত্তর সিটির অবৈধ বিলবোর্ড ব্যানার-ফেস্টুন উচ্ছেদ
আইওএমকে ২০ লাখ ইউরো দিয়েছে জার্মানি
আশুলিয়ায় পরিকল্পনা হোসনী দালানে হামলা
লেবানন থেকে দেশে ফিরলেন ৪১২ প্রবাসী
লেবানন থেকে দেশে ফিরলেন ৪১২ প্রবাসী
বাড়তি দামেই সবজি পিয়াজেও চড়া
মেয়র ও প্রধান প্রকৌশলীর করোনা পজিটিভ
জামায়াতের কেন্দ্রীয় ৩ নেতা গ্রেফতার
আরও ৪ জঙ্গি গ্রেফতার
সাংবাদিকতার মুখোশ পরে নানা অপকর্ম লোপার
একটি প্রবাহমান নদী নৌচলাচলে অযোগ্য হওয়ার পথে
ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৫
গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে চাই পরিকল্পিত পদক্ষেপ

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ , ২২ মহররম ১৪৪২, ২৪ ভাদ্র ১৪২৭

হবিগঞ্জে কিশোর গ্যাং-এর আধিপত্য

কলেজছাত্রকে অপহরণকালে আটক ৪

রাজধানী ঢাকায় ‘কিশোর গ্যাং’য়ের রাজত্ব থাকলেও মফস্বল শহরে এর প্রভাব ছিল না। কিন্তু সেই ‘কিশোর গ্যাং’ এখন হবিগঞ্জেও গড়ে উঠেছে। এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের পরিচালনা করছে পাড়া-মহল্লাভিত্তিক বড় ভাইয়েরা। বড় ভাইদের নির্দেশে এমন কোন কাজ নেই যা তারা করতে অপারগতা প্রকাশ করে।

হবিগঞ্জ শহরেও বেপরোয়া হয়ে উঠেছে ‘কিশোর গ্যাং’ সদস্যরা। যাদের মূল লক্ষ্যই হচ্ছে পাড়া-মহল্লা ভিত্তিক নিজেদের আধিপত্য বিস্তার করা।

বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের ইতিহাসে এই প্রথম একটি আলোচিত ঘটনা ঘটিয়েছে কিশোর গ্যাং। যা সাধারণ মানুষকে হতভম্ব ও আতঙ্কিত করে তুলেছে। শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় এক কলেজছাত্রকে অপহরণের চেষ্টা করে কিশোর গ্যাং সদস্যরা। এ সময় আন্তঃজেলা কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করে সদর থানা পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয় ভিকটিমকে।

উদ্ধারকৃত কলেজছাত্র অর্ণব আচার্য্য হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের আইড়াকোনা এলাকার ডা. গোপাল আচার্য্যরে ছেলে। সে ঢাকা ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র।

আটককৃতরা হলো-আন্তঃজেলা কিশোর গ্যাংয়ের সদস্য শহরের চিরাকান্দি এলাকার বাসিন্দা অসীম কুমার দাশের ছেলে অনুপম কুমার দাস (১৭), সুখচর গ্রামের বাসিন্দা ধীরেন্দ্র দাসের ছেলে দৃশ্য দাস (১৯), শহরতলীর উমেদনগর গ্রামের যশো রায়ের ছেলে তপু রায় (১৭), শহরের বাণিজ্যিক এলাকার সুদীপ বণিকের ছেলে জয় বণিক (১৭)।

ভিকটিম অর্ণব আচার্য্য জানায়, আটককৃতরা তার বন্ধু। বেশ কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তার। পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানও করা হয়। বৃহস্পতিবার সে হবিগঞ্জ শহরের কলাপাতা রেস্টুরেন্টের সামন থেকে বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। এ সময় উল্লেখিতরা তাকে মারধর করে একটি টমটমে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। টমটমটি তিনকোনা এলাকায় পৌঁছালে তার চিৎকার শুনে আশপাশের লোকজনের সন্দেহ হয়।

এছাড়াও ডিবির এসআই আজাদুর রহমান ঘটনাচক্রে সেখানে থাকলে তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে সদর থানায় অবগত করেন। খবর পেয়ে তাৎক্ষণিক এসআই হারুন আল রশিদের নেতৃত্বে একদল পুলিশ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) তদন্ত দৌস মোহাম্মদ জানান, বিষয়টি পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।