তালায় বিউটি আত্মহননে ধৃত এক

তালার কলাগাছি গ্রামে মেধাবী কলেজ ছাত্রী বিউটি মন্ডল’র (১৬) আত্মহত্যা ঘটনার প্ররোচনাকারী মৃত্যুঞ্জয় রায়কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে উপজেলার খেশরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, উপজেলার কলাগাছি গ্রামের জগদীশ রায়’র ছেলে মৃত্যুঞ্জয় রায় দীর্ঘদিন ধরে একই গ্রামের বিউটি মন্ডল নামের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে মৃত্যুঞ্জয় নগ্ন ছবির সাথে বিউটির মুখ জুড়ে দিয়ে ফেসবুকের মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেয়। এঘটনায় ক্ষোভে, লজ্জায় বিউটি মন্ডল গত বুধবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মৃত্যুঞ্জয়সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অপরদিকে আত্মহত্যার ঘটনায়, বিউটির কাকা দিপঙ্কর মন্ডল বাদী হয়ে ওইদিন থানায় আত্মহত্যার প্ররোচনা ও ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় মামলা দায়ের করেন। প্রযুক্তির সহায়তায় সাঁড়াশি অভিযান চালিয়ে গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে মৃত্যুঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ।

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ , ২৩ মহররম ১৪৪২, ২৫ ভাদ্র ১৪২৭

তালায় বিউটি আত্মহননে ধৃত এক

প্রতিনিধি, তালা (সাতক্ষীরা)

তালার কলাগাছি গ্রামে মেধাবী কলেজ ছাত্রী বিউটি মন্ডল’র (১৬) আত্মহত্যা ঘটনার প্ররোচনাকারী মৃত্যুঞ্জয় রায়কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে উপজেলার খেশরা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, উপজেলার কলাগাছি গ্রামের জগদীশ রায়’র ছেলে মৃত্যুঞ্জয় রায় দীর্ঘদিন ধরে একই গ্রামের বিউটি মন্ডল নামের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে মৃত্যুঞ্জয় নগ্ন ছবির সাথে বিউটির মুখ জুড়ে দিয়ে ফেসবুকের মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেয়। এঘটনায় ক্ষোভে, লজ্জায় বিউটি মন্ডল গত বুধবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে মৃত্যুঞ্জয়সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। অপরদিকে আত্মহত্যার ঘটনায়, বিউটির কাকা দিপঙ্কর মন্ডল বাদী হয়ে ওইদিন থানায় আত্মহত্যার প্ররোচনা ও ডিজিটাল নিরাপত্তা আইনের ধারায় মামলা দায়ের করেন। প্রযুক্তির সহায়তায় সাঁড়াশি অভিযান চালিয়ে গতকাল শনিবার সকালে অভিযান চালিয়ে মৃত্যুঞ্জয়কে গ্রেফতার করে পুলিশ।