ঝালকাঠিতে দুর্গা পুজায় চাল বরাদ্দ ৮৬ টন

ঝালকাঠি জেলার চারটি উপজেলা শারদীয় দুর্গা পুজার জন্য সরকার ৮৬ মে.টন চাল বরাদ্ধ করেছে। প্রতিটি মন্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্ধ করা হয়েছে। ১৭২টি পুজা মন্ডপের অনুকুলে বরাদ্ধকৃত ৮৬ মে.টন চাল মন্ডব সংখ্যা অনুযায়ি অন্যান্য উপজেলায় উপবরাদ্ধ দেয় হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ৭৪টি মন্ডপের বিপরীতে ৩৭ মে.টন চাল, নলছিটি উপজেলায় ২১টি পুজা মন্ডপের বিপরীতে ১০.৫০ মে.টন চাল রাজাপুর উপজেলায় ২১টি পুজা মন্ডপের বিপরীতে ১০.৫০ মে.টন এবং কাঠালিয়া উপজেলায় ৫৬টি পুজা মন্ডপের বিপরীতে ২৮ মে.টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে ।

এবছরই সরকারি এই বরাদ্ধ অগ্রীম এসেছে। এখন পর্যন্ত সকল পুজা মন্ডপগুলোতে করোনা ভাইরাস পরিস্থিতি জনিত কারণে পুজা উদযাপন কমিটিগুলো সভা করে আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করেনি। অনেক মন্ডপেই প্রতিমা তৈরীর কাজ শুরু হয়নি। সরকারের ঘোষণা অনুযায়ী শারদীয় দুর্গাপুজা জাকজমক আয়োজন পরিহার করে অনারম্বরভাবে আয়োজনের নির্দেশনা রয়েছে। বিগত বছরের পুজা মন্ডপের সংখ্যা ধরেই এই সংখ্যক পুজার অনুকুলের বরাদ্ধ দেয়া হয়েছে।

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ , ২৩ মহররম ১৪৪২, ২৫ ভাদ্র ১৪২৭

ঝালকাঠিতে দুর্গা পুজায় চাল বরাদ্দ ৮৬ টন

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠি জেলার চারটি উপজেলা শারদীয় দুর্গা পুজার জন্য সরকার ৮৬ মে.টন চাল বরাদ্ধ করেছে। প্রতিটি মন্ডপের জন্য ৫০০ কেজি করে চাল বরাদ্ধ করা হয়েছে। ১৭২টি পুজা মন্ডপের অনুকুলে বরাদ্ধকৃত ৮৬ মে.টন চাল মন্ডব সংখ্যা অনুযায়ি অন্যান্য উপজেলায় উপবরাদ্ধ দেয় হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ৭৪টি মন্ডপের বিপরীতে ৩৭ মে.টন চাল, নলছিটি উপজেলায় ২১টি পুজা মন্ডপের বিপরীতে ১০.৫০ মে.টন চাল রাজাপুর উপজেলায় ২১টি পুজা মন্ডপের বিপরীতে ১০.৫০ মে.টন এবং কাঠালিয়া উপজেলায় ৫৬টি পুজা মন্ডপের বিপরীতে ২৮ মে.টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে ।

এবছরই সরকারি এই বরাদ্ধ অগ্রীম এসেছে। এখন পর্যন্ত সকল পুজা মন্ডপগুলোতে করোনা ভাইরাস পরিস্থিতি জনিত কারণে পুজা উদযাপন কমিটিগুলো সভা করে আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করেনি। অনেক মন্ডপেই প্রতিমা তৈরীর কাজ শুরু হয়নি। সরকারের ঘোষণা অনুযায়ী শারদীয় দুর্গাপুজা জাকজমক আয়োজন পরিহার করে অনারম্বরভাবে আয়োজনের নির্দেশনা রয়েছে। বিগত বছরের পুজা মন্ডপের সংখ্যা ধরেই এই সংখ্যক পুজার অনুকুলের বরাদ্ধ দেয়া হয়েছে।