‘অচিরা’ হয়ে আসছেন অপর্ণা

অভিনেত্রী অপর্ণাকে অনেক নাট্যপরিচালকই সাহিত্য নির্ভর গল্পের নায়িকা হিসেবে নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শেষ কথা’র নায়িকা অচিরা। সেই নায়িকা ‘অচিরা’ নাম নিয়ে এবার নাটক নির্মিত হচ্ছে। তবে ‘শেষ কথা’ গল্পের ছায়া অবলম্বনে এই ‘অচিরা’ নাটকের গল্প নয়, বর্তমান প্রেক্ষাপটের গল্প নিয়ে ‘অচিরা’ নাটকটি রচনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। যথারীতি নাটকটি নির্মাণও করেছেন তিনি। গেল দু’দিন রাজধানীর কলাবাগানসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে বলে জানান

অপর্ণা। এর আগেও নাহিদ আহমেদ পিয়ালের নির্দেশনায় অপর্ণা অনেক সাহিত্যনির্ভর গল্পের নাটকে অভিনয় করেছেন। এই নাটকে অপর্ণার বিপরীতে অভিনয় করেছেন রওনক হাসান। নাটকটির গল্প প্রসঙ্গে জানা যায়, অচিরা গ্রাম থেকে শহরে আসে। শহরে এসে একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে দু’জনের মধ্যে বিয়ে পর্যন্তও চূড়ান্ত হয়ে যায়। কিন্তু বিয়েল আগেই মেয়েটি তার মায়ের লেখা একটি ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরিতেই অনেক অজানা কথা জানতে পারে অচিরা। অচিরা নতুন এক পৃথিবীর মুখোমুখি হয়। এগিয়ে যায় গল্প। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘নাহিদ আহমেদ পিয়াল ভাইয়ের নির্দেশনায় এর আগেও অনেক নাটকে কাজ করেছি। পিয়াল ভাই সবসময়ই সাহিত্যনির্ভর কাজই করে থাকেন। আমার সৌভাগ্য যে তার নির্দেশনায় অনেকগুলো সাহিত্যনির্ভর কাজ করতে পেরেছি। ভীষণরকমের সহযোগিতা পাই সবসময়ই তার নির্দেশনায় কাজ করতে গেলে। আর সহশিল্পী হিসেবে এই নাটকে আমার সঙ্গে ছিলেন রওনক ভাই। তিনিও সবসময়ই ভীষণ সহযোগিতা করেন। সাহিত্যনির্ভর গল্পে তাকেও বেশকিছু নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছি আমি।’ জানা যায়, নাটকটি শিগগরিই আরটিভিতে প্রচার হবে। এদিকে অপর্ণা অভিনীত রওনক হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘বিবাহ হবে’ এরইমধ্যে বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে। এছাড়াও আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক হিরণ জামানের ‘টিপু সুলতান’এও নিয়মিত অভিনয় করছেন অপর্ণা। হোসনে মোবারক রুমী পরিচালিত সিনেমা ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ রয়েছে মুক্তির অপেক্ষায়।

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ , ২৩ মহররম ১৪৪২, ২৫ ভাদ্র ১৪২৭

‘অচিরা’ হয়ে আসছেন অপর্ণা

বিনোদন প্রতিবেদক |

image

অভিনেত্রী অপর্ণাকে অনেক নাট্যপরিচালকই সাহিত্য নির্ভর গল্পের নায়িকা হিসেবে নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শেষ কথা’র নায়িকা অচিরা। সেই নায়িকা ‘অচিরা’ নাম নিয়ে এবার নাটক নির্মিত হচ্ছে। তবে ‘শেষ কথা’ গল্পের ছায়া অবলম্বনে এই ‘অচিরা’ নাটকের গল্প নয়, বর্তমান প্রেক্ষাপটের গল্প নিয়ে ‘অচিরা’ নাটকটি রচনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। যথারীতি নাটকটি নির্মাণও করেছেন তিনি। গেল দু’দিন রাজধানীর কলাবাগানসহ বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে বলে জানান

অপর্ণা। এর আগেও নাহিদ আহমেদ পিয়ালের নির্দেশনায় অপর্ণা অনেক সাহিত্যনির্ভর গল্পের নাটকে অভিনয় করেছেন। এই নাটকে অপর্ণার বিপরীতে অভিনয় করেছেন রওনক হাসান। নাটকটির গল্প প্রসঙ্গে জানা যায়, অচিরা গ্রাম থেকে শহরে আসে। শহরে এসে একটি ছেলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে দু’জনের মধ্যে বিয়ে পর্যন্তও চূড়ান্ত হয়ে যায়। কিন্তু বিয়েল আগেই মেয়েটি তার মায়ের লেখা একটি ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরিতেই অনেক অজানা কথা জানতে পারে অচিরা। অচিরা নতুন এক পৃথিবীর মুখোমুখি হয়। এগিয়ে যায় গল্প। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘নাহিদ আহমেদ পিয়াল ভাইয়ের নির্দেশনায় এর আগেও অনেক নাটকে কাজ করেছি। পিয়াল ভাই সবসময়ই সাহিত্যনির্ভর কাজই করে থাকেন। আমার সৌভাগ্য যে তার নির্দেশনায় অনেকগুলো সাহিত্যনির্ভর কাজ করতে পেরেছি। ভীষণরকমের সহযোগিতা পাই সবসময়ই তার নির্দেশনায় কাজ করতে গেলে। আর সহশিল্পী হিসেবে এই নাটকে আমার সঙ্গে ছিলেন রওনক ভাই। তিনিও সবসময়ই ভীষণ সহযোগিতা করেন। সাহিত্যনির্ভর গল্পে তাকেও বেশকিছু নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছি আমি।’ জানা যায়, নাটকটি শিগগরিই আরটিভিতে প্রচার হবে। এদিকে অপর্ণা অভিনীত রওনক হাসান পরিচালিত ধারাবাহিক নাটক ‘বিবাহ হবে’ এরইমধ্যে বাংলাভিশনে প্রচার শুরু হয়েছে। এছাড়াও আরটিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক হিরণ জামানের ‘টিপু সুলতান’এও নিয়মিত অভিনয় করছেন অপর্ণা। হোসনে মোবারক রুমী পরিচালিত সিনেমা ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ রয়েছে মুক্তির অপেক্ষায়।