প্রকাশিত হলো বাবলী’র কণ্ঠে ‘শ্যাম কালিয়া’

এই প্রজন্মের কণ্ঠশিল্পী বাবলী আক্তার। বাবার কাছেই যার গানের হাতেখড়ি। গাজীপুরের গানের ওস্তাদ মাস্টার বাবুর কন্যা বাবলী। বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে বাবলীর। তবে এবারই প্রথম ফোক ঘরানার মৌলিক গান প্রকাশ পেলো তার কণ্ঠে। তার গানের নাম ‘শ্যাম কালিয়া’। গানটি লিখেছেন, সুর করেছেন এবং সংগীতায়োজন করেছেন অনিক শাহান। গানটি প্রসঙ্গে বাবলী বলেন, ‘সত্যি বলতে কী লকডাউনের দিনগুলোতে শিল্পীদের মৌলিক গান নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। তার আগে থেকেই আমি আমার নিজের মৌলিক গান প্রকাশের দিকে বেশ মনোযোগী ছিলাম। এটা সত্যি একজন শিল্পীর মৌলিক গান থাকাটা ভীষণ জরুরি। তা না হলে নিজেকে শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেবার কোন কৃতিত্ব থাকে না। এর মধ্যে আমার বেশকিছু মৌলিক গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। শ্যাম কালিয়া ফোক ঘরানার আমার প্রথম মৌলিক গান। গানটির কথা সুর শ্রোতা দর্শকের ভালোলাগবে আশা করছি।’ বাবার কাছে গানে বাবলীর হাতেখড়ি হবার পর মো. দুলালের কাছে টানান পাঁচ/ছয় বছরেরও বেশি গানে তালিম নিয়েছেন তিনি। বাবলী স্টেজ শো’তে বেশ নিয়মিত। তার প্রথম মৌলিক গান ছিল ‘তোমায় আমি ভালোবাসি’।

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ , ২৩ মহররম ১৪৪২, ২৫ ভাদ্র ১৪২৭

প্রকাশিত হলো বাবলী’র কণ্ঠে ‘শ্যাম কালিয়া’

বিনোদন প্রতিবেদক |

image

এই প্রজন্মের কণ্ঠশিল্পী বাবলী আক্তার। বাবার কাছেই যার গানের হাতেখড়ি। গাজীপুরের গানের ওস্তাদ মাস্টার বাবুর কন্যা বাবলী। বেশকিছু মৌলিক গান প্রকাশিত হয়েছে বাবলীর। তবে এবারই প্রথম ফোক ঘরানার মৌলিক গান প্রকাশ পেলো তার কণ্ঠে। তার গানের নাম ‘শ্যাম কালিয়া’। গানটি লিখেছেন, সুর করেছেন এবং সংগীতায়োজন করেছেন অনিক শাহান। গানটি প্রসঙ্গে বাবলী বলেন, ‘সত্যি বলতে কী লকডাউনের দিনগুলোতে শিল্পীদের মৌলিক গান নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। তার আগে থেকেই আমি আমার নিজের মৌলিক গান প্রকাশের দিকে বেশ মনোযোগী ছিলাম। এটা সত্যি একজন শিল্পীর মৌলিক গান থাকাটা ভীষণ জরুরি। তা না হলে নিজেকে শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেবার কোন কৃতিত্ব থাকে না। এর মধ্যে আমার বেশকিছু মৌলিক গান ইউটিউবে প্রকাশিত হয়েছে। শ্যাম কালিয়া ফোক ঘরানার আমার প্রথম মৌলিক গান। গানটির কথা সুর শ্রোতা দর্শকের ভালোলাগবে আশা করছি।’ বাবার কাছে গানে বাবলীর হাতেখড়ি হবার পর মো. দুলালের কাছে টানান পাঁচ/ছয় বছরেরও বেশি গানে তালিম নিয়েছেন তিনি। বাবলী স্টেজ শো’তে বেশ নিয়মিত। তার প্রথম মৌলিক গান ছিল ‘তোমায় আমি ভালোবাসি’।