মানব পাচারের অভিযোগে নৃত্যশিল্পী সোহাগ গ্রেফতার

মানব পাচারের অভিযোগে করা একটি মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকেতন থেকে ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করা হয়। নারী পাচারের অভিযোগে করা মামলায় গ্রেফতাকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার ইমনের নাম আসে। এরপরই তাকে গ্রেফতার করে সিআইডি। এদিকে গতকাল তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এই আদেশ দেন।

সিআইডির এএসপি জিসানুল হক জানান, দুবাইয়ে নারীদের পাচারের অভিযোগে গত ২ জুলাই সিআইডির পক্ষ থেকে লালবাগ থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ৬ জনকে গ্রেফতার করে সিআইডি। পরে তাদের রিমান্ড হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে তারা নানা প্রলোভনে ফেলে দুবাইয়ে নারীদের পাচারের অভিযোগ স্বীকার করে। এরমধ্যে ২ আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ওই ২ আসামির জবানবন্দিতে নারী পাচারের সঙ্গে জড়িত হিসেবে নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার সোহাগের নাম আসে। পরে দুইজনের তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকেতন থেকে ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করা হয়।

সিআইডির উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, দুবাই পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে গত মাসে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান এবং তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী সোহাগকে গ্রেফতার করা হয়েছে। লালবাগ থানার মানবপাচার আইনে করা মামলায় সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ইভানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন। ইভানের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিআইডি সূত্র জানায়, এই চক্রটি মূলত দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্যান্সবারে চাকরি দেয়ার কথা বলে নারীপাচার করতো। দুবাইয়ে আজম খানের নিজস্ব হোটেল ও ড্যান্স বার রয়েছে। দেশে বিভিন্ন অনুষ্ঠানে যারা নাচ গান করে তাদের অধিক আয়ের প্রলোভন দেখিয়ে পাচার করা হতো। সেখানে নিয়ে নৃত্যশিল্পীদের যৌনকর্মে বাধ্য করা হতো। গত ২ জুলাই আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি দাশ। সূত্র জানায়, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স গ্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে একটি সিনেমায় নৃত্যপরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।

আরও খবর
গোমতী নদীর ১৩ স্থান থেকে অবৈধ বালু উত্তোলন
শতভাগ যাত্রী নিয়ে ফ্লাইট চলাচল শুরু আজ থেকে
ঢাকা থেকে রেল সংযোগের পর কক্সবাজার হবে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী রেলমন্ত্রী
সারাদেশে বিদ্যুতের তার হবে ভূগর্ভে বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১ অক্টোবর থেকে রাজধানীর ঝুলন্ত তার উচ্ছেদে অভিযান পরিচালনা করবে ডিএনসিসি ৩
এসবির অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু
অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
অনিয়মের তদন্ত রিপোর্ট একসঙ্গে ৭ জনকে অবসর প্রদান
তদন্ত শুরু : আলামত রাসায়নিক পরীক্ষাগারে
ইলিশ ধরা পড়ছে ব্যাপক হারে চিন্তিত মৎস্য বিশেষজ্ঞরা
খাদ্যাভাবে বন্যপ্রাণী ঢুকে পড়ছে লোকালয়ে

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ , ২৩ মহররম ১৪৪২, ২৫ ভাদ্র ১৪২৭

মানব পাচারের অভিযোগে নৃত্যশিল্পী সোহাগ গ্রেফতার

নিজস্ব বার্তা পরিবেশক |

মানব পাচারের অভিযোগে করা একটি মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকেতন থেকে ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করা হয়। নারী পাচারের অভিযোগে করা মামলায় গ্রেফতাকৃতদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার ইমনের নাম আসে। এরপরই তাকে গ্রেফতার করে সিআইডি। এদিকে গতকাল তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এই আদেশ দেন।

সিআইডির এএসপি জিসানুল হক জানান, দুবাইয়ে নারীদের পাচারের অভিযোগে গত ২ জুলাই সিআইডির পক্ষ থেকে লালবাগ থানায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় ৬ জনকে গ্রেফতার করে সিআইডি। পরে তাদের রিমান্ড হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে তারা নানা প্রলোভনে ফেলে দুবাইয়ে নারীদের পাচারের অভিযোগ স্বীকার করে। এরমধ্যে ২ আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ওই ২ আসামির জবানবন্দিতে নারী পাচারের সঙ্গে জড়িত হিসেবে নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার সোহাগের নাম আসে। পরে দুইজনের তথ্যের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর নিকেতন থেকে ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেফতার করা হয়।

সিআইডির উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, দুবাই পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে গত মাসে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান এবং তার চার সহযোগীকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী সোহাগকে গ্রেফতার করা হয়েছে। লালবাগ থানার মানবপাচার আইনে করা মামলায় সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ইভানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন। ইভানের পক্ষে আইনজীবীরা জামিনের আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিআইডি সূত্র জানায়, এই চক্রটি মূলত দুবাইসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ড্যান্সবারে চাকরি দেয়ার কথা বলে নারীপাচার করতো। দুবাইয়ে আজম খানের নিজস্ব হোটেল ও ড্যান্স বার রয়েছে। দেশে বিভিন্ন অনুষ্ঠানে যারা নাচ গান করে তাদের অধিক আয়ের প্রলোভন দেখিয়ে পাচার করা হতো। সেখানে নিয়ে নৃত্যশিল্পীদের যৌনকর্মে বাধ্য করা হতো। গত ২ জুলাই আজম খান ও তার সহযোগীদের বিরুদ্ধে মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃণাল কান্তি দাশ। সূত্র জানায়, ইভান শাহরিয়ার সোহাগ নিজের নামে (সোহাগ ড্যান্স গ্রুপ) একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানের নাচে অংশ নেয় তার দল। ২০১৭ সালে নির্মিত ধ্যাততেরিকি নামে একটি সিনেমায় নৃত্যপরিচালনার জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।