ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়ন করা হোক

কয়েকদিন পূর্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাননীয় মেয়র মহোদয় ১০ হাজার বেওয়ারিশ কুকুর সরিয়ে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। সময়ের বাস্তবতায় তার এই সিদ্ধান্তটি যথার্থ। কেননা বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর। বহু পূর্বে সিটি করপোরেশন প্রতি বছর বেওয়ারিশ কুকুর নিধন কার্যক্রম চালাতো এবং এতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে থাকত। কিন্তু কয়েক বছর পূর্বে মহামান্য হাইকোর্টের একটি রায়ের কারণে ঢাকার দুই সিটি করপোরেশন বেওয়ারিশ কুকুর নিধন বন্ধ করতে বাধ্য হয়। যার দরুণ আশঙ্কাজনকভাবে ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাচ্ছে। এতে মানুষ ও পরিবেশের নানাবাধি ক্ষতিসাধন হচ্ছে।

এই দিক বিবেচনায় গত দুই বছর আগে ঢাকার বন্ধ্যাকরণ কর্মসূচি হাতে নিয়েছিল। কিন্তু সেটা ছিল চাহিদার তুলনায় অতি অপ্রতুল। যার কারণে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ কার্যক্রম সুফল দেয়নি। সুতরাং সময়ের বাস্তবতায় মেয়র মহোদয় যে ১০ হাজার বেওয়ারিশ কুকুর সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন তা খুবই যথাথ এবং জনস্বার্থে। এই ঘোষণা অনতিবিলম্বে বাস্তবায়ন করা হোক।

মো. আলমগীর হোসেন

খিলগাঁও, ঢাকা।

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ , ২৩ মহররম ১৪৪২, ২৫ ভাদ্র ১৪২৭

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়ন করা হোক

কয়েকদিন পূর্বে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাননীয় মেয়র মহোদয় ১০ হাজার বেওয়ারিশ কুকুর সরিয়ে নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। সময়ের বাস্তবতায় তার এই সিদ্ধান্তটি যথার্থ। কেননা বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর। বহু পূর্বে সিটি করপোরেশন প্রতি বছর বেওয়ারিশ কুকুর নিধন কার্যক্রম চালাতো এবং এতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে থাকত। কিন্তু কয়েক বছর পূর্বে মহামান্য হাইকোর্টের একটি রায়ের কারণে ঢাকার দুই সিটি করপোরেশন বেওয়ারিশ কুকুর নিধন বন্ধ করতে বাধ্য হয়। যার দরুণ আশঙ্কাজনকভাবে ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে যাচ্ছে। এতে মানুষ ও পরিবেশের নানাবাধি ক্ষতিসাধন হচ্ছে।

এই দিক বিবেচনায় গত দুই বছর আগে ঢাকার বন্ধ্যাকরণ কর্মসূচি হাতে নিয়েছিল। কিন্তু সেটা ছিল চাহিদার তুলনায় অতি অপ্রতুল। যার কারণে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণ কার্যক্রম সুফল দেয়নি। সুতরাং সময়ের বাস্তবতায় মেয়র মহোদয় যে ১০ হাজার বেওয়ারিশ কুকুর সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন তা খুবই যথাথ এবং জনস্বার্থে। এই ঘোষণা অনতিবিলম্বে বাস্তবায়ন করা হোক।

মো. আলমগীর হোসেন

খিলগাঁও, ঢাকা।