একটুখানি আলোর অপেক্ষা

সম্প্রতি বৈশ্বিক মহামারিতে জনজীবন একপ্রকার থমকে গেছে। গ্রামীণ জীবন থেকে শহুরে, কুড়ে ঘর থেকে বিশাল অট্টালিকা কোথাও যেন কেউ স্বস্তিবোধ করছে না। প্রকৃতি যেন আমাদের থেকে নীরব প্রতিশোধ নিয়েছে। তবে কি এই আতঙ্কের শেষ নেই? স্কুল, কলেজ, কর্মজীবন, ব্যস্ততা সবকিছুই তো পরিস্থিতি সামলানোর জন্য পূর্বের ন্যায় চলাচল শুরু করেছে বা করবে, কিন্তু স্থায়ী সমাধান ব্যাতিত এর ভয় আর আতঙ্ক আমাদের পিছু ছাড়বে কি?

তাই প্রতিটি মানুষই সেদিনের অপেক্ষায় যেদিন পৃথিবী থেকে মুছে যাবে করোনা নামক আতঙ্ক। বিপর্যস্ত জনজীবনে ফিরে আসবে আলোর ছোয়া।

মামুন হোসেন আগুন

শিক্ষার্থী

ঢাকা কলেজ, ঢাকা।

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ , ২৩ মহররম ১৪৪২, ২৫ ভাদ্র ১৪২৭

একটুখানি আলোর অপেক্ষা

সম্প্রতি বৈশ্বিক মহামারিতে জনজীবন একপ্রকার থমকে গেছে। গ্রামীণ জীবন থেকে শহুরে, কুড়ে ঘর থেকে বিশাল অট্টালিকা কোথাও যেন কেউ স্বস্তিবোধ করছে না। প্রকৃতি যেন আমাদের থেকে নীরব প্রতিশোধ নিয়েছে। তবে কি এই আতঙ্কের শেষ নেই? স্কুল, কলেজ, কর্মজীবন, ব্যস্ততা সবকিছুই তো পরিস্থিতি সামলানোর জন্য পূর্বের ন্যায় চলাচল শুরু করেছে বা করবে, কিন্তু স্থায়ী সমাধান ব্যাতিত এর ভয় আর আতঙ্ক আমাদের পিছু ছাড়বে কি?

তাই প্রতিটি মানুষই সেদিনের অপেক্ষায় যেদিন পৃথিবী থেকে মুছে যাবে করোনা নামক আতঙ্ক। বিপর্যস্ত জনজীবনে ফিরে আসবে আলোর ছোয়া।

মামুন হোসেন আগুন

শিক্ষার্থী

ঢাকা কলেজ, ঢাকা।