জন্মদিনে অন্যরকম উপহার পেলেন কনকচাঁপা

গেল ১১ সেপ্টেম্বর ছিল বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী কনকচাঁপার জন্মদিন। জন্মদিনে কনকচাঁপার স্বামী সুরকার ও সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খানের সুর করা পাঁচটি জনপ্রিয় গান এই প্রজন্মের পাঁচজন শ্রোতাপ্রিয় প্রতিভাবান শিল্পী নিজেদের কন্ঠে তুলে নিয়ে কনকচাঁপাকে জন্মদিনের উপহার হিসেবে শ্রদ্ধা জানালেন।

কনকচাঁপা জানান, প্লে-ব্যাকে তার যাত্রা শুরু হবার আগেই গানগুলো গেয়ে তিনি সঙ্গীতবোদ্ধাদের কাছাকাছি চলে গিয়েছিলেন। কনকচাঁপার যে পাঁচটি গান এই প্রজন্মের পাঁচজন শিল্পী নিজেদের কন্ঠে তুলে নিয়েছেন সে গানগুলো হচ্ছে ‘আমি নই সেই বনলতা সেন’ (লেখা সেজান মাহমুদ), ‘আজ আর কোন চাওয়া নেই’ (লেখা নজরুল ইসলাম বাবু), ‘এলোমেলো চুল আর ললাটের ভাঁজ’ (লেখা সেজান মাহমুদ), ‘তুমি তো দূরের এখন’ (লেখা কবির বকুল), ‘ঐ পতাকা আমার মায়ের মুখের মতো’ (লেখা কবি কাজী রোজী)। প্রত্যেকটি গানের সুর সঙ্গীত করেছেন মইনুল ইসলাম খান। করোনার এই কালে শিল্পীরা নিজেদের সাধ্যমতো সুরকারের সাহায্য ছাড়াই নিজেদের কন্ঠে তুলে নিয়েছেন। ‘আমি নই সেই বনলতা সেন’ গেয়েছেন ঝিলিক, ‘আজ আর কোন চাওয়া নেই’ গেয়েছেন সালমা, ‘এলোমেলো চুল আর ললাটের ভাঁজ’ গেয়েছেন হৈমন্তী রক্ষিত, ‘তুমি তো দূরের এখন গেয়েছেন’ লুইপা এবং ‘ঐ পতাকা আমার মায়ের মুখের মতো’ গানটি গেয়েছেন রন্টি দাস। গেলো ১২ সেপ্টেম্বর কনকচাঁপা তার জন্মদিনের পরেরদিন রাতে ফেসবুকে তার নিজের ওয়ালে গানগুলো শেয়ার করেন।

কনকচাঁপা বলেন, আমি আমার সন্তানসম কন্যাদের কাছে আমার এবারের জন্মদিনের উপহার হিসেবে চেয়ে নিলাম এই গানগুলো। এর চেয়ে ভালো উপহার আসলেই হয় না। ওদের বলা মাত্রই ওরা এই করোনাকালে অনেক কষ্ট করে গানগুলো গেয়ে দিয়েছে। নিষ্ঠার সঙ্গে আমার বা সুরকার সাহেবের সাহায্য ছাড়াই নিজে নিজে তুলে গেয়েছে। রন্টি, সালমা, হৈমন্তী, লুইপা, ঝিলিক, তোমাদের জন্য রইলো আমার ও মইনুল ইসলাম খান সাহেব এর বুকভরা দোয়া, ভালোবাসা, শুভকামনা।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ , ২৪ মহররম ১৪৪২, ২৬ ভাদ্র ১৪২৭

জন্মদিনে অন্যরকম উপহার পেলেন কনকচাঁপা

বিনোদন প্রতিবেদক |

image

গেল ১১ সেপ্টেম্বর ছিল বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী কনকচাঁপার জন্মদিন। জন্মদিনে কনকচাঁপার স্বামী সুরকার ও সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খানের সুর করা পাঁচটি জনপ্রিয় গান এই প্রজন্মের পাঁচজন শ্রোতাপ্রিয় প্রতিভাবান শিল্পী নিজেদের কন্ঠে তুলে নিয়ে কনকচাঁপাকে জন্মদিনের উপহার হিসেবে শ্রদ্ধা জানালেন।

কনকচাঁপা জানান, প্লে-ব্যাকে তার যাত্রা শুরু হবার আগেই গানগুলো গেয়ে তিনি সঙ্গীতবোদ্ধাদের কাছাকাছি চলে গিয়েছিলেন। কনকচাঁপার যে পাঁচটি গান এই প্রজন্মের পাঁচজন শিল্পী নিজেদের কন্ঠে তুলে নিয়েছেন সে গানগুলো হচ্ছে ‘আমি নই সেই বনলতা সেন’ (লেখা সেজান মাহমুদ), ‘আজ আর কোন চাওয়া নেই’ (লেখা নজরুল ইসলাম বাবু), ‘এলোমেলো চুল আর ললাটের ভাঁজ’ (লেখা সেজান মাহমুদ), ‘তুমি তো দূরের এখন’ (লেখা কবির বকুল), ‘ঐ পতাকা আমার মায়ের মুখের মতো’ (লেখা কবি কাজী রোজী)। প্রত্যেকটি গানের সুর সঙ্গীত করেছেন মইনুল ইসলাম খান। করোনার এই কালে শিল্পীরা নিজেদের সাধ্যমতো সুরকারের সাহায্য ছাড়াই নিজেদের কন্ঠে তুলে নিয়েছেন। ‘আমি নই সেই বনলতা সেন’ গেয়েছেন ঝিলিক, ‘আজ আর কোন চাওয়া নেই’ গেয়েছেন সালমা, ‘এলোমেলো চুল আর ললাটের ভাঁজ’ গেয়েছেন হৈমন্তী রক্ষিত, ‘তুমি তো দূরের এখন গেয়েছেন’ লুইপা এবং ‘ঐ পতাকা আমার মায়ের মুখের মতো’ গানটি গেয়েছেন রন্টি দাস। গেলো ১২ সেপ্টেম্বর কনকচাঁপা তার জন্মদিনের পরেরদিন রাতে ফেসবুকে তার নিজের ওয়ালে গানগুলো শেয়ার করেন।

কনকচাঁপা বলেন, আমি আমার সন্তানসম কন্যাদের কাছে আমার এবারের জন্মদিনের উপহার হিসেবে চেয়ে নিলাম এই গানগুলো। এর চেয়ে ভালো উপহার আসলেই হয় না। ওদের বলা মাত্রই ওরা এই করোনাকালে অনেক কষ্ট করে গানগুলো গেয়ে দিয়েছে। নিষ্ঠার সঙ্গে আমার বা সুরকার সাহেবের সাহায্য ছাড়াই নিজে নিজে তুলে গেয়েছে। রন্টি, সালমা, হৈমন্তী, লুইপা, ঝিলিক, তোমাদের জন্য রইলো আমার ও মইনুল ইসলাম খান সাহেব এর বুকভরা দোয়া, ভালোবাসা, শুভকামনা।