‘কর্পোরেট ভালোবাসা’য় মীর সাব্বির-নাদিয়া

মীর সাব্বির এবং নাদিয়া আহমেদ একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘কর্পোরেট ভালোবাসা’। নাগরিক টিভিতে প্রচারের জন্য চলতি মাসের শুরু থেকেই নাটকটির নির্মাণ কাজ শুরু হয়েছে। সাজিন আহমেদ বাবুর রচনায় ও পরিচালনায় নাটকটি নির্মাণ হচ্ছে। নাটকে মীর সাব্বির আসাদ চরিত্রে এবং নাদিয়া আহমেদ মুন্নী চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগেও মীর সাব্বির ও নাদিয়া আহমেদ আদিবাসী মিজানের নির্দেশনায় ‘নানা ভাই’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, সাজিন আহমেদ বাবুর নির্দেশনায় এর আগে আমার কখনোই কাজ করা হয়ে উঠেনি। কপোর্রেট জগতের জীবনের সঙ্গে পরিবারের একটি যোগসূত্র তৈরি করে নাটকটির গল্প। যে কারণে আমার মনে হয়েছে নাটকটি প্রচারের শুরু থেকেই দর্শকের মধ্যে আগ্রহের সৃষ্টি করবে। নাদিয়া আহমেদ বলেন, দশ বছর আগে বাবুর নাটকে প্রথম কাজ করি আমি। যেহেতু বাবু নিজেই গল্প রচনা করেন তাই তিনি নিজের মনের মতো করেই দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করেন। আমার কাছে মনে হচ্ছে নাটকটি সমসাময়িক অনেক নাটকের মধ্যে আলোচনায় আসবে শুধু গল্পের কারণেই। মীর সাব্বির এরই মধ্যে তার প্রথম নির্দেশিত সিনেমা ‘রাত জাগা ফুল’র কাজ প্রায় শেষ করেছেন। বর্তমানে তিনি ‘সেয়ানা আনলিমিটেড’,‘ জ্ঞানীগঞ্জের প-িতেরা’, ‘ বাকের খনি’, ‘দাদো’ ও ‘ভাই ভাই ভাইয়েরা ভাই’ ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত। নাদিয়া আহমেদ এরইমধ্যে চার-পাঁচ দিন আগে ফরিদুল হাসানের নির্দেশনায় ‘বাহানা’ শিরোনামের নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। নাদিয়া অভিনীত সেপ্টেম্বরের প্রথমদিনেই প্রচার শুরু হওয়া দুটি নতুন ধারাবাহিক হচ্ছে ‘সত্যপুরের নিত্যদিন’ ও ‘ফ্যামিলি ফ্যান্টাসি’।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ , ২৪ মহররম ১৪৪২, ২৬ ভাদ্র ১৪২৭

‘কর্পোরেট ভালোবাসা’য় মীর সাব্বির-নাদিয়া

image

মীর সাব্বির এবং নাদিয়া আহমেদ একটি নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘কর্পোরেট ভালোবাসা’। নাগরিক টিভিতে প্রচারের জন্য চলতি মাসের শুরু থেকেই নাটকটির নির্মাণ কাজ শুরু হয়েছে। সাজিন আহমেদ বাবুর রচনায় ও পরিচালনায় নাটকটি নির্মাণ হচ্ছে। নাটকে মীর সাব্বির আসাদ চরিত্রে এবং নাদিয়া আহমেদ মুন্নী চরিত্রে অভিনয় করছেন। কিছুদিন আগেও মীর সাব্বির ও নাদিয়া আহমেদ আদিবাসী মিজানের নির্দেশনায় ‘নানা ভাই’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মীর সাব্বির বলেন, সাজিন আহমেদ বাবুর নির্দেশনায় এর আগে আমার কখনোই কাজ করা হয়ে উঠেনি। কপোর্রেট জগতের জীবনের সঙ্গে পরিবারের একটি যোগসূত্র তৈরি করে নাটকটির গল্প। যে কারণে আমার মনে হয়েছে নাটকটি প্রচারের শুরু থেকেই দর্শকের মধ্যে আগ্রহের সৃষ্টি করবে। নাদিয়া আহমেদ বলেন, দশ বছর আগে বাবুর নাটকে প্রথম কাজ করি আমি। যেহেতু বাবু নিজেই গল্প রচনা করেন তাই তিনি নিজের মনের মতো করেই দৃশ্যগুলো ধারণ করার চেষ্টা করেন। আমার কাছে মনে হচ্ছে নাটকটি সমসাময়িক অনেক নাটকের মধ্যে আলোচনায় আসবে শুধু গল্পের কারণেই। মীর সাব্বির এরই মধ্যে তার প্রথম নির্দেশিত সিনেমা ‘রাত জাগা ফুল’র কাজ প্রায় শেষ করেছেন। বর্তমানে তিনি ‘সেয়ানা আনলিমিটেড’,‘ জ্ঞানীগঞ্জের প-িতেরা’, ‘ বাকের খনি’, ‘দাদো’ ও ‘ভাই ভাই ভাইয়েরা ভাই’ ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত। নাদিয়া আহমেদ এরইমধ্যে চার-পাঁচ দিন আগে ফরিদুল হাসানের নির্দেশনায় ‘বাহানা’ শিরোনামের নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। নাদিয়া অভিনীত সেপ্টেম্বরের প্রথমদিনেই প্রচার শুরু হওয়া দুটি নতুন ধারাবাহিক হচ্ছে ‘সত্যপুরের নিত্যদিন’ ও ‘ফ্যামিলি ফ্যান্টাসি’।