একই ধারাবাহিকে দুই প্রজন্মের দুই নাট্যকার

শিল্পী সরকার অপু ও এলিনা শাম্মি দু’জনই অভিনেত্রী। টিভি নাটকের একজন গুণী অভিনেত্রী হিসেবে সমাদৃত শিল্পী সরকার অপু। নাটকে অভিনয়ের পাশাপাশি একজন নাট্যকার হিসেবেও বেশ প্রশংসিত হয়েছেন তিনি। অন্যদিকে এই প্রজন্মের অভিনেত্রী এলিনা শাম্মি। তিনিও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক রচনাও করেন। দুই প্রজন্মের দুই নাটক্যার শিল্পী সরকার অপু ও এলিনা শাম্মি প্রথমবারের মতো একই ধারাবাহিকে অভিনয় করছেন। এনটিভিতে প্রচার চলতি এই সময়ের ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম দর্শকপ্রিয় নাটক ‘পরের মেয়ে’। নাটকটি রচনা করেছেন সৈয়দ জিয়াউদ্দিন এবং পরিচালনা করেছেন হাবীব শাকিল। নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন। মাঝে কিছুদিন করোনায় লকডাউনের কারণে নাটকটির প্রচার বন্ধ থাকলেও আবারো এনটিভির পর্দায় প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮.২০ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি। গেলো ১২ সেপ্টেম্বর শিল্পী সরকার অপু ও এলিনা শাম্মি এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেন। নাটকটিতে অপু ও শাম্মি শ্বাশুড়ি ও বউ’মা’র চরিত্রে অভিনয় করছেন। শিল্পী সরকার অপু এই ধারাবাহিকে একজন দজ্জাল শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন। নাটকটিকে অভিনয় প্রসঙ্গে অপু বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমাকে মানায় এমন চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হলে আমি মনেপ্রাণে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করি। পরের মেয়ে’তে আমার চরিত্রে আমি আমার সর্বাত্বক চেষ্টা দিয়েই শ্রম দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। যদিও এরমধ্যে দর্শকের কাছ থেকে বেশ সাড়াও পেয়েছি। এলিনা শাম্মি বলেন, অপু দিদি অনেক বড়মাপের একজন শিল্পী। শুটিং-এর সময় ভীষণ সহযোগিতা করেন, খুবই আন্তরিক তিনি। শিল্পী সরকার অপু মাতিয়া বানু শুকু’র নির্দেশনায় ‘বাকের খনি’ ধারাবাহিকেও অভিনয় করছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এলিনা শাম্মি প্রথম অভিনয় করেন শাহআলম কিরণের ‘৭১’র মা জননী’ সিনেমায়। পরবর্তীতে তিনি মান্নান হীরার একটি নাটকে অভিনয় করেন। বাংলাভিশনে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘অ’এর গল্প’র প্রথম একুশ পর্ব তারই লেখা।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ , ২৪ মহররম ১৪৪২, ২৬ ভাদ্র ১৪২৭

একই ধারাবাহিকে দুই প্রজন্মের দুই নাট্যকার

বিনোদন প্রতিবেদক |

image

শিল্পী সরকার অপু ও এলিনা শাম্মি দু’জনই অভিনেত্রী। টিভি নাটকের একজন গুণী অভিনেত্রী হিসেবে সমাদৃত শিল্পী সরকার অপু। নাটকে অভিনয়ের পাশাপাশি একজন নাট্যকার হিসেবেও বেশ প্রশংসিত হয়েছেন তিনি। অন্যদিকে এই প্রজন্মের অভিনেত্রী এলিনা শাম্মি। তিনিও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক রচনাও করেন। দুই প্রজন্মের দুই নাটক্যার শিল্পী সরকার অপু ও এলিনা শাম্মি প্রথমবারের মতো একই ধারাবাহিকে অভিনয় করছেন। এনটিভিতে প্রচার চলতি এই সময়ের ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম দর্শকপ্রিয় নাটক ‘পরের মেয়ে’। নাটকটি রচনা করেছেন সৈয়দ জিয়াউদ্দিন এবং পরিচালনা করেছেন হাবীব শাকিল। নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন। মাঝে কিছুদিন করোনায় লকডাউনের কারণে নাটকটির প্রচার বন্ধ থাকলেও আবারো এনটিভির পর্দায় প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮.২০ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি। গেলো ১২ সেপ্টেম্বর শিল্পী সরকার অপু ও এলিনা শাম্মি এই ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেন। নাটকটিতে অপু ও শাম্মি শ্বাশুড়ি ও বউ’মা’র চরিত্রে অভিনয় করছেন। শিল্পী সরকার অপু এই ধারাবাহিকে একজন দজ্জাল শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন। নাটকটিকে অভিনয় প্রসঙ্গে অপু বলেন, একজন অভিনেত্রী হিসেবে আমাকে মানায় এমন চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হলে আমি মনেপ্রাণে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করি। পরের মেয়ে’তে আমার চরিত্রে আমি আমার সর্বাত্বক চেষ্টা দিয়েই শ্রম দিয়ে চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। যদিও এরমধ্যে দর্শকের কাছ থেকে বেশ সাড়াও পেয়েছি। এলিনা শাম্মি বলেন, অপু দিদি অনেক বড়মাপের একজন শিল্পী। শুটিং-এর সময় ভীষণ সহযোগিতা করেন, খুবই আন্তরিক তিনি। শিল্পী সরকার অপু মাতিয়া বানু শুকু’র নির্দেশনায় ‘বাকের খনি’ ধারাবাহিকেও অভিনয় করছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এলিনা শাম্মি প্রথম অভিনয় করেন শাহআলম কিরণের ‘৭১’র মা জননী’ সিনেমায়। পরবর্তীতে তিনি মান্নান হীরার একটি নাটকে অভিনয় করেন। বাংলাভিশনে প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘অ’এর গল্প’র প্রথম একুশ পর্ব তারই লেখা।