বিএনপি প্রার্থী সালাউদ্দিন ও শেখ রেজাউল

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে সালাহউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে গত শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংসদীয় উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ভার্চুয়াল সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বর্তমানে বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক। তিনি ১৯৯১ সাল থেকে তিন দফায় বিএনপির সংসদ সদস্য ছিলেন। আর শেখ মো. রেজাউল ইসলাম নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি আগে আত্রাই থানা সভাপতি ছিলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দল ঢাকা-৫ আসনে সালাহউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে এই দুই আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদে সম্প্রতি শূন্য চার আসনের উপ-নির্বাচনে অংশ নিতে ২৮ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির পার্লামেন্টারি বোর্ড। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গত শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভার্চুয়াল মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়। ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, ইশতিয়াক আজিজ উলফাত, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি, মোস্তাফিজুর রহমান সেগুন, মোস্তফা জামান, মো. আখতার হোসেন, আব্বাস উদ্দিন এবং সিরাজগঞ্জ-১ আসনে টিএম তহজিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা, রবিউল হাসান ও সেলিম রেজাও এদিন সাক্ষাৎকার দেন।

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ , ২৪ মহররম ১৪৪২, ২৬ ভাদ্র ১৪২৭

ঢাকা-৫ ও নওগাঁ-৬

বিএনপি প্রার্থী সালাউদ্দিন ও শেখ রেজাউল

নিজস্ব বার্তা পরিবেশক |

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে সালাহউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে বিএনপি। গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর আগে গত শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংসদীয় উপ-নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ভার্চুয়াল সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বর্তমানে বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক। তিনি ১৯৯১ সাল থেকে তিন দফায় বিএনপির সংসদ সদস্য ছিলেন। আর শেখ মো. রেজাউল ইসলাম নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি আগে আত্রাই থানা সভাপতি ছিলেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের দল ঢাকা-৫ আসনে সালাহউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে শেখ মো. রেজাউল ইসলামকে মনোনয়ন দিয়েছে। তিনি বলেন, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে এই দুই আসনের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদে সম্প্রতি শূন্য চার আসনের উপ-নির্বাচনে অংশ নিতে ২৮ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির পার্লামেন্টারি বোর্ড। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গত শনিবার বিকেল ৫টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত ভার্চুয়াল মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়। ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীর হোসেন, এম কফিল উদ্দিন, ইশতিয়াক আজিজ উলফাত, ইসমাইল হোসেন, বাহাউদ্দিন সাদি, মোস্তাফিজুর রহমান সেগুন, মোস্তফা জামান, মো. আখতার হোসেন, আব্বাস উদ্দিন এবং সিরাজগঞ্জ-১ আসনে টিএম তহজিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা, রবিউল হাসান ও সেলিম রেজাও এদিন সাক্ষাৎকার দেন।