উড়োজাহাজ ত্রুটির কারণে

সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন ইস্যুতে ৬ দিনব্যাপী দুই দেশের সীমান্ত বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আপাতত শুরু হচ্ছে না। নিজস্ব এয়ারক্রাফট ত্রুটি থাকায় গতকাল ঢাকায় এসে পৌঁছাতে পারেননি ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সেস (বিএসএফে)। এর ফলে গতকাল থেকে সীমান্ত সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু করা যায়নি। এ অবস্থায় সম্মেলন কবে নাগাদ শুরু হবে এ বিষয়ে কোন নতুন সময়সূচিও নির্ধারণ হয়নি।

বিজিবি সদর দফতর থেকে জানানো হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হচ্ছে না। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ এ সম্মেলন ১৩ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল। সম্মেলন না হওয়ার কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি এবং কলকাতা টু ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগ দেয়ার জন্য বিএসএফ প্রতিনিধি দলের নিজস্ব এয়ারক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফের এয়ারক্রাফটের কারিগরি সমস্যার কারণে প্রতিনিধি দলটি ১৩ সেপ্টেম্বর ঢাকায় আসতে পারেনি। এজন্য পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩ থেকে ১৮ সেপ্টেম্বর) অনুযায়ী গতকাল থেকে মহাপরিচালক পর্যায়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যায়নি। পরবর্তী তারিখও নির্ধারণ হয়নি।

আরও খবর
অতীতের যেকোন সময়ের চেয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মসৃণ কাদের
স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের আহ্বান ইউজিসির
শ্রমিকদের মরদেহ সরকারি খরচে দেশে আনতে নোটিস
স্বাস্থ্যখাতে হারানো অর্জন ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে ডিজি
রংপুর ছাত্রলীগ সভাপতি রনিকে বহিষ্কারের দাবি
৪০ কি.মি. দূরত্বের বাসভাড়া ৩৫০ টাকা আদায় ইউএস বাংলা ও নভোএয়ার-এর
ব্যাটারি-ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান সড়কে পাওয়া গেলে আইনি ব্যবস্থা মেয়র ঢাকা দক্ষিণ
স্বাস্থ্যের আবজালকে জিজ্ঞাসাবাদ
১৯৫ কোটি টাকা পাচার করে সম্রাট
ভুয়া বিলে ৭ কোটি টাকা আত্মসাৎ
শিক্ষক-নারী-শিশু পেটানো সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
পাট-পাটশিল্প ও পাটচাষি রক্ষায় সংহতি সমাবেশ
পারিবারিক কলহে ৩ খুন
পারিবারিক কলহে ৩ খুন

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ , ২৪ মহররম ১৪৪২, ২৬ ভাদ্র ১৪২৭

বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু হয়নি

উড়োজাহাজ ত্রুটির কারণে

নিজস্ব বার্তা পরিবেশক |

সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন ইস্যুতে ৬ দিনব্যাপী দুই দেশের সীমান্ত বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আপাতত শুরু হচ্ছে না। নিজস্ব এয়ারক্রাফট ত্রুটি থাকায় গতকাল ঢাকায় এসে পৌঁছাতে পারেননি ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সেস (বিএসএফে)। এর ফলে গতকাল থেকে সীমান্ত সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও সেটি শুরু করা যায়নি। এ অবস্থায় সম্মেলন কবে নাগাদ শুরু হবে এ বিষয়ে কোন নতুন সময়সূচিও নির্ধারণ হয়নি।

বিজিবি সদর দফতর থেকে জানানো হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন হচ্ছে না। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ এ সম্মেলন ১৩ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে হওয়ার কথা ছিল। সম্মেলন না হওয়ার কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা টু নয়াদিল্লি এবং কলকাতা টু ঢাকার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে। আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে যোগ দেয়ার জন্য বিএসএফ প্রতিনিধি দলের নিজস্ব এয়ারক্রাফট নিয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত ছিল। কিন্তু চূড়ান্ত সময়ে বিএসএফের এয়ারক্রাফটের কারিগরি সমস্যার কারণে প্রতিনিধি দলটি ১৩ সেপ্টেম্বর ঢাকায় আসতে পারেনি। এজন্য পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩ থেকে ১৮ সেপ্টেম্বর) অনুযায়ী গতকাল থেকে মহাপরিচালক পর্যায়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যায়নি। পরবর্তী তারিখও নির্ধারণ হয়নি।