স্বাস্থ্যখাতে হারানো অর্জন ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে ডিজি

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই শক্ত হাতে মোকাবিলা করেছেন বলেই দেশে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে অনেক চিকিৎসক মৃত্যুবরণ করেছে, আক্রান্তও হয়েছে। এর পরেও চিকিৎসকেরা আন্তরিকভাবে কাজ করছে বলেই স্বাস্থ্যসেবা খাত অনেক দূর এগিয়ে গেছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মূলত একটি পণ্যের মতো। সেবার মান মিডিয়াতে ঠিকমতো উপস্থাপন করতে না পারায় স্বাস্থ্য বিভাগের প্রতি অনেকের অনাস্থা এসেছে। অতীতের হারানো অর্জন আবার ফিরিয়ে আনতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গত শনিবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের লয়েল রোডের সিনেমা প্যালেস সংলগ্ন স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কোভিড ও নন-কোভিড রোগীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো করছে বলে মন্তব্য করেন। অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম আরও বলেন, রাতারাতি স্বাস্থ্য বিভাগের চিত্র পাল্টানো সম্ভব নয়। দেশের হাসপাতালগুলোতে লোকবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট থাকা সত্ত্বেও রোগীরা সেবা পাচ্ছে। স্বাস্থ্য বিভাগের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে সরকারের সহযোগিতা নেয়া হবে। সভায় বিভিন্ন জেলার সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।

কোভিড-১৯ চিকিৎসার ডকুমেন্টারি সংরক্ষণ করে রাখার জন্য চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে ধন্যবাদ জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে ও জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম, পরিচালক (এমবিডিসি) ও লাইন ডাইরেক্টর (টিবি-এল অ্যান্ড এএসপি) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সচিত্র তথ্য (কোভিড-১৯) উপস্থাপন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ (উপ-পরিচালক)। কোভিড-১৯ বিষয়ে বিভাগীয় সচিত্র তথ্য উপস্থাপন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

সভার পূর্বে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অবস্থিত আরটিআরএল-এ জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, বিআইটিআইডির ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক ডা. শফিকুল ইসলাম, বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতাহার হোসেন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আবদুর রব প্রমুখ।

এছাড়া গতকাল সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বেলা ১১টায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেলা সাড়ে ১১টায় হাটহাজারীর রহিমপুর জানে আলী চৌধুরী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন মহাপরিচালক।

আরও খবর
উড়োজাহাজ ত্রুটির কারণে
অতীতের যেকোন সময়ের চেয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মসৃণ কাদের
স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের আহ্বান ইউজিসির
শ্রমিকদের মরদেহ সরকারি খরচে দেশে আনতে নোটিস
রংপুর ছাত্রলীগ সভাপতি রনিকে বহিষ্কারের দাবি
৪০ কি.মি. দূরত্বের বাসভাড়া ৩৫০ টাকা আদায় ইউএস বাংলা ও নভোএয়ার-এর
ব্যাটারি-ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান সড়কে পাওয়া গেলে আইনি ব্যবস্থা মেয়র ঢাকা দক্ষিণ
স্বাস্থ্যের আবজালকে জিজ্ঞাসাবাদ
১৯৫ কোটি টাকা পাচার করে সম্রাট
ভুয়া বিলে ৭ কোটি টাকা আত্মসাৎ
শিক্ষক-নারী-শিশু পেটানো সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
পাট-পাটশিল্প ও পাটচাষি রক্ষায় সংহতি সমাবেশ
পারিবারিক কলহে ৩ খুন
পারিবারিক কলহে ৩ খুন

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ , ২৪ মহররম ১৪৪২, ২৬ ভাদ্র ১৪২৭

স্বাস্থ্যখাতে হারানো অর্জন ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে ডিজি

চট্টগ্রাম ব্যুরো

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই শক্ত হাতে মোকাবিলা করেছেন বলেই দেশে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে অনেক চিকিৎসক মৃত্যুবরণ করেছে, আক্রান্তও হয়েছে। এর পরেও চিকিৎসকেরা আন্তরিকভাবে কাজ করছে বলেই স্বাস্থ্যসেবা খাত অনেক দূর এগিয়ে গেছে। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মূলত একটি পণ্যের মতো। সেবার মান মিডিয়াতে ঠিকমতো উপস্থাপন করতে না পারায় স্বাস্থ্য বিভাগের প্রতি অনেকের অনাস্থা এসেছে। অতীতের হারানো অর্জন আবার ফিরিয়ে আনতে হলে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গত শনিবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরের লয়েল রোডের সিনেমা প্যালেস সংলগ্ন স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কোভিড ও নন-কোভিড রোগীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো করছে বলে মন্তব্য করেন। অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম আরও বলেন, রাতারাতি স্বাস্থ্য বিভাগের চিত্র পাল্টানো সম্ভব নয়। দেশের হাসপাতালগুলোতে লোকবল ও চিকিৎসা সরঞ্জামের সংকট থাকা সত্ত্বেও রোগীরা সেবা পাচ্ছে। স্বাস্থ্য বিভাগের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে সরকারের সহযোগিতা নেয়া হবে। সভায় বিভিন্ন জেলার সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন।

কোভিড-১৯ চিকিৎসার ডকুমেন্টারি সংরক্ষণ করে রাখার জন্য চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে ধন্যবাদ জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের সভাপতিত্বে ও জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. শেখ মোহাম্মদ হাসান ইমাম, পরিচালক (এমবিডিসি) ও লাইন ডাইরেক্টর (টিবি-এল অ্যান্ড এএসপি) অধ্যাপক ডা. মো. সামিউল ইসলাম।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সচিত্র তথ্য (কোভিড-১৯) উপস্থাপন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ (উপ-পরিচালক)। কোভিড-১৯ বিষয়ে বিভাগীয় সচিত্র তথ্য উপস্থাপন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর।

সভার পূর্বে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অবস্থিত আরটিআরএল-এ জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ পরীক্ষার কার্যক্রম উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শামীম হাসান, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, বিআইটিআইডির ল্যাব ইনচার্জ ডা. শাকিল আহমেদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক ডা. শফিকুল ইসলাম, বন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোতাহার হোসেন, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আবদুর রব প্রমুখ।

এছাড়া গতকাল সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বেলা ১১টায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেলা সাড়ে ১১টায় হাটহাজারীর রহিমপুর জানে আলী চৌধুরী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন মহাপরিচালক।