পারিবারিক কলহে ৩ খুন

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী ও বাড়িওয়ালাসহ ৩ জনকে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী বাদলকে আটক করেছে পুলিশ। গতকাল উপজেলার কুমরাদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্ত্রী নাজমা (৪৫), বাড়িওয়ালা তাজুল ইসলাম (৫২) ও তার স্ত্রী মানোয়ারা (৪২)।

জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। হই চই শুনে বাড়িওয়ালা ও আশপাশের মানুষ এগিয়ে গিয়ে দেখে ভেতরে রক্তাক্ত অবস্থায় স্ত্রী নাজমা বেগমের মরদেহ পড়ে আছে।

এই সময় তাকে শান্ত করতে চাইলে বাদল মিয়া দা দিয়ে বাড়িওয়ালা তাজুল ইসলাম ও মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ক্রাইম সিনের সদস্যরা কাজ করছেন। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও খবর
উড়োজাহাজ ত্রুটির কারণে
অতীতের যেকোন সময়ের চেয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মসৃণ কাদের
স্থায়ী রেজিস্ট্রার নিয়োগের আহ্বান ইউজিসির
শ্রমিকদের মরদেহ সরকারি খরচে দেশে আনতে নোটিস
স্বাস্থ্যখাতে হারানো অর্জন ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করতে হবে ডিজি
রংপুর ছাত্রলীগ সভাপতি রনিকে বহিষ্কারের দাবি
৪০ কি.মি. দূরত্বের বাসভাড়া ৩৫০ টাকা আদায় ইউএস বাংলা ও নভোএয়ার-এর
ব্যাটারি-ইঞ্জিনচালিত রিকশা-ভ্যান সড়কে পাওয়া গেলে আইনি ব্যবস্থা মেয়র ঢাকা দক্ষিণ
স্বাস্থ্যের আবজালকে জিজ্ঞাসাবাদ
১৯৫ কোটি টাকা পাচার করে সম্রাট
ভুয়া বিলে ৭ কোটি টাকা আত্মসাৎ
শিক্ষক-নারী-শিশু পেটানো সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
পাট-পাটশিল্প ও পাটচাষি রক্ষায় সংহতি সমাবেশ
পারিবারিক কলহে ৩ খুন

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০ , ২৪ মহররম ১৪৪২, ২৬ ভাদ্র ১৪২৭

নরসিংদীতে

পারিবারিক কলহে ৩ খুন

প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী ও বাড়িওয়ালাসহ ৩ জনকে খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী বাদলকে আটক করেছে পুলিশ। গতকাল উপজেলার কুমরাদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্ত্রী নাজমা (৪৫), বাড়িওয়ালা তাজুল ইসলাম (৫২) ও তার স্ত্রী মানোয়ারা (৪২)।

জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছিল। হই চই শুনে বাড়িওয়ালা ও আশপাশের মানুষ এগিয়ে গিয়ে দেখে ভেতরে রক্তাক্ত অবস্থায় স্ত্রী নাজমা বেগমের মরদেহ পড়ে আছে।

এই সময় তাকে শান্ত করতে চাইলে বাদল মিয়া দা দিয়ে বাড়িওয়ালা তাজুল ইসলাম ও মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। শিবপুর মডেল থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ক্রাইম সিনের সদস্যরা কাজ করছেন। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।