রাজধানীর শাহবাগ ও রমনায় ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর রমনা ও শাহবাগ এলাকা পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর অপরাধ তথ্য ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচএম আজিমুল হকের তত্ত্বাবধায়নে পৃথক অভিযানে ৫শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেফতারকৃতরা হলো- জাহাঙ্গীর (৪৫), আরিফ (২৮), সোহেল (৩৬), স্বপন (৩৪)। গতকাল এসব তথ্য জানানো হয় ডিএমপির মিডিয়া থেকে।

ডিবির উপকমিশনার এইচএম আজিমুল হক জানান, শাহবাগ থানার জিরো পয়েন্ট মোড় এলাকায় অবস্থান করেন ডিবির একটি টিম। সংবাদ ছিল একটি বিলাশবহুল গাড়িতে করে ফেন্সিডিল নিয়ে যাওয়া হবে। এই সময় সন্দেহবশত নিক্সান এক্স ট্রেইল মডেলের একটি গাড়ি থামিয়ে উপস্থিত তল্লাশি করে ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত ২৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিল বহনের অভিযোগে সোহেল এবং স্বপন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী। গ্রেফতার সোহেলের নামে এর আগে বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিসি আজিমুল হক বলেন, অন্য অভিযানে রমনা থানার মৌচাক মোড়ে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩শ’ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। ফেন্সিডিলগুলো কভার্ডভানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল। এ ঘটনায় জাহাঙ্গীর ও আরিফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা কাভার্ডভ্যানে লুকিয়ে রেখে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে ফেন্সিডিল সরবরাহ করে। ভারতীয় সীমান্ত থেকে আসা এসব ফেন্সিডিল তাদের কাছে দেয়া হয়। অন্যান্য মালামালের মধ্যে লুকিয়ে রেখে তারা এসব ফেন্সিডিল নির্ধারিত মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।

ডিবির অভিযান সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি মাদক হিসেবে ফেন্সিডিলের ব্যাপক চাহিদা বেড়ে গেছে মাদক সেবীদের কাছে। এ কারণে দেশের সীমান্ত দিয়ে নতুন করে ফেন্সিডিল পাচারের ঘটনা বেড়েছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ভারত থেকে দেশে ঢোকা ফেন্সিডিল বন্ধ হলেও নতুন করে আবার এর পাচার বেড়েছে। এছাড়া গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের চাহিদাও বেড়েছে। মাদক পাচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী জোরালোভাবে অভিযান শুরু করেছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ , ২৫ মহররম ১৪৪২, ২৭ ভাদ্র ১৪২৭

রাজধানীর শাহবাগ ও রমনায় ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর রমনা ও শাহবাগ এলাকা পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর অপরাধ তথ্য ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। ডিবির রমনা বিভাগের উপকমিশনার এইচএম আজিমুল হকের তত্ত্বাবধায়নে পৃথক অভিযানে ৫শ’ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেফতারকৃতরা হলো- জাহাঙ্গীর (৪৫), আরিফ (২৮), সোহেল (৩৬), স্বপন (৩৪)। গতকাল এসব তথ্য জানানো হয় ডিএমপির মিডিয়া থেকে।

ডিবির উপকমিশনার এইচএম আজিমুল হক জানান, শাহবাগ থানার জিরো পয়েন্ট মোড় এলাকায় অবস্থান করেন ডিবির একটি টিম। সংবাদ ছিল একটি বিলাশবহুল গাড়িতে করে ফেন্সিডিল নিয়ে যাওয়া হবে। এই সময় সন্দেহবশত নিক্সান এক্স ট্রেইল মডেলের একটি গাড়ি থামিয়ে উপস্থিত তল্লাশি করে ভেতরে বিশেষ কায়দায় রক্ষিত ২৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ফেন্সিডিল বহনের অভিযোগে সোহেল এবং স্বপন নামে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী। গ্রেফতার সোহেলের নামে এর আগে বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ডিসি আজিমুল হক বলেন, অন্য অভিযানে রমনা থানার মৌচাক মোড়ে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৩শ’ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। ফেন্সিডিলগুলো কভার্ডভানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল। এ ঘটনায় জাহাঙ্গীর ও আরিফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতরা জানিয়েছে তারা কাভার্ডভ্যানে লুকিয়ে রেখে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে ফেন্সিডিল সরবরাহ করে। ভারতীয় সীমান্ত থেকে আসা এসব ফেন্সিডিল তাদের কাছে দেয়া হয়। অন্যান্য মালামালের মধ্যে লুকিয়ে রেখে তারা এসব ফেন্সিডিল নির্ধারিত মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।

ডিবির অভিযান সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি মাদক হিসেবে ফেন্সিডিলের ব্যাপক চাহিদা বেড়ে গেছে মাদক সেবীদের কাছে। এ কারণে দেশের সীমান্ত দিয়ে নতুন করে ফেন্সিডিল পাচারের ঘটনা বেড়েছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ভারত থেকে দেশে ঢোকা ফেন্সিডিল বন্ধ হলেও নতুন করে আবার এর পাচার বেড়েছে। এছাড়া গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদকের চাহিদাও বেড়েছে। মাদক পাচার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী জোরালোভাবে অভিযান শুরু করেছে।