দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে রনি (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে ট্রেনে কাটা পড়ে মহাখালী এলাকায় আলী শাহ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ও দুপুরে পৃথক এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল সকাল ৯টায় শাহজাহান রোডের ১৯১ নম্বর বাড়ি থেকে রনির লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, রনি শাহজাহান রোডের একটি বাসায় ভাড়া থেকে একটি কারখানায় কাজ করতেন। পারিবারিক সমস্যার কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। রনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আমিন হকের ছেলে। সে বিবাহিত তার সন্তান ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আত্মহত্যা করে থাকলে সেটি ময়নাতদন্তে বেরিয়ে আসবে। তবে আত্মহত্যার কারণ কী সে বিষয়ে তদন্ত চলছে। এছাড়া অন্য কোন বিষয় আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে রাজধানীর মহাখালী আমতলী এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আলী শাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলী শাহ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সুভাগাজা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তিনি মিরপুর বড়বাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। আলী শাহ মহাখালী আমতলী এলাকার একটি কারখানায় চাকরি করতেন।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, মহাখালীর আমতলী এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে আলী শাহ নামের ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ , ২৫ মহররম ১৪৪২, ২৭ ভাদ্র ১৪২৭

রাজধানীতে

দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক |

রাজধানীর মোহাম্মদপুরে রনি (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে ট্রেনে কাটা পড়ে মহাখালী এলাকায় আলী শাহ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সকালে ও দুপুরে পৃথক এসব ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গতকাল সকাল ৯টায় শাহজাহান রোডের ১৯১ নম্বর বাড়ি থেকে রনির লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, রনি শাহজাহান রোডের একটি বাসায় ভাড়া থেকে একটি কারখানায় কাজ করতেন। পারিবারিক সমস্যার কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। রনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আমিন হকের ছেলে। সে বিবাহিত তার সন্তান ও স্ত্রী গ্রামের বাড়িতে থাকে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আত্মহত্যা করে থাকলে সেটি ময়নাতদন্তে বেরিয়ে আসবে। তবে আত্মহত্যার কারণ কী সে বিষয়ে তদন্ত চলছে। এছাড়া অন্য কোন বিষয় আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে রাজধানীর মহাখালী আমতলী এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আলী শাহ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলী শাহ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সুভাগাজা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তিনি মিরপুর বড়বাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। আলী শাহ মহাখালী আমতলী এলাকার একটি কারখানায় চাকরি করতেন।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মহিউদ্দিন জানান, মহাখালীর আমতলী এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে আলী শাহ নামের ওই যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।