গাইবান্ধায় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল দাবিতে বাম জোটের সমাবেশ

পাট শিল্প ও পাট চাষি রক্ষা ও রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। রোববার সকাল সাড়ে ১১টায় শহরের ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহর সভাপতিত্বে মিছিল পরবর্তী সংহতি সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী জেলা ফোরাম সদস্য নিলুফার ইয়াছমিন শিল্পী, বাসদ, গাইবান্ধা জেলা ফোরাম সদস্য সুকুমার মোদক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ৩ কোটি বেকারের এই দেশে পাটশিল্পকে আধুনিকায়ন না করে বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত দেশের জন্য আত্মঘাতী।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ , ২৫ মহররম ১৪৪২, ২৭ ভাদ্র ১৪২৭

গাইবান্ধায় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল দাবিতে বাম জোটের সমাবেশ

প্রতিনিধি, গাইবান্ধা

পাট শিল্প ও পাট চাষি রক্ষা ও রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। রোববার সকাল সাড়ে ১১টায় শহরের ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা সমন্বয়ক বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহর সভাপতিত্বে মিছিল পরবর্তী সংহতি সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী জেলা ফোরাম সদস্য নিলুফার ইয়াছমিন শিল্পী, বাসদ, গাইবান্ধা জেলা ফোরাম সদস্য সুকুমার মোদক প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ৩ কোটি বেকারের এই দেশে পাটশিল্পকে আধুনিকায়ন না করে বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত দেশের জন্য আত্মঘাতী।