৫০তম পর্বে ‘ভিলেজ হট্টগোল’

শুরু হচ্ছে আরটিভির ধারাবাহিক নাটক ‘ভিলেজ হট্টগোল’। স্বাধীন শাহের রচনায় নাটকটি পরিচালনা করছেন ইমরান হাওলাদার। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গ্রামীণ পটভূমির ওপর নির্ভিত নাটকটি প্রচার হয়। গতকাল (১৪ সেপ্টেম্বর) ধারাবাহিকটির ৫০তম পর্ব প্রচার হয়েছে। নাটকের গল্পে গ্রামের তিন ডাক্তার হোমিওপ্যাথি, এলোপ্যাথি এবং কবিরাজ। মূলত তিন ডাক্তার নিয়েই নাটকের শুরু পরবর্তীতে পাগলা গারোদ থেকে পালিয়ে আসা একজন লোক সে তাকে পাগলের ডাক্তার বলে পরিচয় দিয়ে গ্রামে ঢুকে পাগল খুঁজতে থাকে। ‘ভিলেজ হট্টগোল’ নাটকে অভিনয় করছেন জনপ্রিয় নাট্যভিনেতা আ খ ম হাসান, সাজু খাদেম, সিদ্দিকুর রহমান, তারিক স্বপন, নাদিয়া আহমেদ, বড়দা মিঠু, পুনম হাসান জুই, আমানুল হক হেলাল, মুকুল সিরাজ, হান্নান শেলী, কেয়া মনি, রেশমী, আহমেদ সাজু, পারভেজ সুমন, আমানুল হক হেলাল, মুকুল সিরাজসহ আরো অনেকেই।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ , ২৫ মহররম ১৪৪২, ২৭ ভাদ্র ১৪২৭

৫০তম পর্বে ‘ভিলেজ হট্টগোল’

বিনোদন প্রতিবেদক |

image

শুরু হচ্ছে আরটিভির ধারাবাহিক নাটক ‘ভিলেজ হট্টগোল’। স্বাধীন শাহের রচনায় নাটকটি পরিচালনা করছেন ইমরান হাওলাদার। প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গ্রামীণ পটভূমির ওপর নির্ভিত নাটকটি প্রচার হয়। গতকাল (১৪ সেপ্টেম্বর) ধারাবাহিকটির ৫০তম পর্ব প্রচার হয়েছে। নাটকের গল্পে গ্রামের তিন ডাক্তার হোমিওপ্যাথি, এলোপ্যাথি এবং কবিরাজ। মূলত তিন ডাক্তার নিয়েই নাটকের শুরু পরবর্তীতে পাগলা গারোদ থেকে পালিয়ে আসা একজন লোক সে তাকে পাগলের ডাক্তার বলে পরিচয় দিয়ে গ্রামে ঢুকে পাগল খুঁজতে থাকে। ‘ভিলেজ হট্টগোল’ নাটকে অভিনয় করছেন জনপ্রিয় নাট্যভিনেতা আ খ ম হাসান, সাজু খাদেম, সিদ্দিকুর রহমান, তারিক স্বপন, নাদিয়া আহমেদ, বড়দা মিঠু, পুনম হাসান জুই, আমানুল হক হেলাল, মুকুল সিরাজ, হান্নান শেলী, কেয়া মনি, রেশমী, আহমেদ সাজু, পারভেজ সুমন, আমানুল হক হেলাল, মুকুল সিরাজসহ আরো অনেকেই।