চীনের গবেষণাগারেই তৈরি হচ্ছে করোনা-ভাইরোলজিস্ট ডা. লি মেং

যুক্তরার্ষ্টের দীর্ঘদিনের ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীন সরকারের সক্রিয় ভূমিকা রয়েছে। চীনের গোপন গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরির পর ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হয়েছেÑ এমন দাবির পক্ষে প্রমাণ দেয়ার চেষ্টা করেছেন চীনের বিখ্যাত ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। সিনহুয়া।

লি’র দাবি, চীনের গবেষণাগারেই কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে নভেল কোভিড-১৯। লি বলছে, তার কাছে এ কথার প্রমাণ আছে। ভাইরাসজনিত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে এমন দাবি করায় নড়েচড়ে বসেছে সবাই। যুক্তরাজ্যের ‘লুজ ওম্যান’ টক শোতে অংশ নিয়ে গত শুক্রবার এমনটি বলেছে লি মেং। হংকং স্কুল অব পাবলিক হেলথের এ ভাইরোলজিস্ট বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। চীনের দাবি, উহানের স্থানীয় একটি বাজার থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু সে কথার বিপরীতে লি জানিয়েছেন, স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি প্রমাণ পেয়েছেন কোভিড চীনের ল্যাবেই তৈরি হয়েছে। পূর্বে লি বলেছিলেন, চীন করোনা সংক্রমণ নিয়ে মিথ্যা বলেছে। চীন আগে থেকেই জানতো, তাদের দেশে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে; তারপরও তারা এ রোগের বিষয়ে সঠিক তথ্য চেপে যায়। লি মেং বলছেন, ‘এ ভাইরাস প্রাকৃতিক উৎস থেকে আসেনি। এটি চীনা মিলিটারি ইনস্টিটিউটে কৃত্রিমভাবে তৈরি।’ জানুয়ারি থেকে লি মেং এ নিয়ে কাজ করছেন।

কয়েক দিনের মধ্যেই তাদের দুটি গবেষণার থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হবে। সেখানে লি’র দাবির পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ থাকবে। জিনোম সিকোয়েন্স অনুসরণ করে তিনি ভাইরাসের উৎস জানাবেন। এটি প্রস্তুত করেছে কে, তা জানা যাবে।

এ বিষয়ে লি সর্বশেষ জানান, ‘জীববিজ্ঞানের প্রাথমিক জ্ঞানসম্পন্ন যে কেউ বুঝতে পারবে। ভাইরাসের উৎস চিহ্নিত না হওয়া পর্যন্ত এটি আমাদের সবার জন্য প্রাণঘাতীই থেকে যাবে।’

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ , ২৫ মহররম ১৪৪২, ২৭ ভাদ্র ১৪২৭

চীনের গবেষণাগারেই তৈরি হচ্ছে করোনা-ভাইরোলজিস্ট ডা. লি মেং

image

যুক্তরার্ষ্টের দীর্ঘদিনের ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীন সরকারের সক্রিয় ভূমিকা রয়েছে। চীনের গোপন গবেষণাগারে কৃত্রিম উপায়ে তৈরির পর ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হয়েছেÑ এমন দাবির পক্ষে প্রমাণ দেয়ার চেষ্টা করেছেন চীনের বিখ্যাত ভাইরোলজিস্ট লি মেং ইয়ান। সিনহুয়া।

লি’র দাবি, চীনের গবেষণাগারেই কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে নভেল কোভিড-১৯। লি বলছে, তার কাছে এ কথার প্রমাণ আছে। ভাইরাসজনিত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে এমন দাবি করায় নড়েচড়ে বসেছে সবাই। যুক্তরাজ্যের ‘লুজ ওম্যান’ টক শোতে অংশ নিয়ে গত শুক্রবার এমনটি বলেছে লি মেং। হংকং স্কুল অব পাবলিক হেলথের এ ভাইরোলজিস্ট বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। চীনের দাবি, উহানের স্থানীয় একটি বাজার থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু সে কথার বিপরীতে লি জানিয়েছেন, স্থানীয় চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি প্রমাণ পেয়েছেন কোভিড চীনের ল্যাবেই তৈরি হয়েছে। পূর্বে লি বলেছিলেন, চীন করোনা সংক্রমণ নিয়ে মিথ্যা বলেছে। চীন আগে থেকেই জানতো, তাদের দেশে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়ে পড়েছে; তারপরও তারা এ রোগের বিষয়ে সঠিক তথ্য চেপে যায়। লি মেং বলছেন, ‘এ ভাইরাস প্রাকৃতিক উৎস থেকে আসেনি। এটি চীনা মিলিটারি ইনস্টিটিউটে কৃত্রিমভাবে তৈরি।’ জানুয়ারি থেকে লি মেং এ নিয়ে কাজ করছেন।

কয়েক দিনের মধ্যেই তাদের দুটি গবেষণার থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হবে। সেখানে লি’র দাবির পক্ষে বৈজ্ঞানিক প্রমাণ থাকবে। জিনোম সিকোয়েন্স অনুসরণ করে তিনি ভাইরাসের উৎস জানাবেন। এটি প্রস্তুত করেছে কে, তা জানা যাবে।

এ বিষয়ে লি সর্বশেষ জানান, ‘জীববিজ্ঞানের প্রাথমিক জ্ঞানসম্পন্ন যে কেউ বুঝতে পারবে। ভাইরাসের উৎস চিহ্নিত না হওয়া পর্যন্ত এটি আমাদের সবার জন্য প্রাণঘাতীই থেকে যাবে।’