মিনিস্টারের ঈদ অফারের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

ঈদুল আজহা উপলক্ষে দেশীয় ব্র্যান্ড মিনিস্টার নিয়ে এসেছিল ‘মানুষের জন্য মিনিস্টার পণ্য’। এতে মানুষের জন্য কোটি কোটি টাকার ঈদ অফার নিয়ে এসেছিল; যা শুরু হয়েছিল ১ জুলাই ২০২০ থেকে। বর্তমানে মহামারী পরিস্থিতিতে মিনিস্টার তাদের পণ্যের পূর্বমূল্যের তুলনায় প্রায় অর্ধেক দাম কমিয়ে দিয়েছে। এই অফার ফ্রিজ, এসি ও স্মার্ট/এলইডি টিভির ক্ষেত্রে প্রযোজ্য ছিল। মিনিস্টাররের শো রুম থেকে এই সকল পণ্য ক্রয় করে ক্রেতারা প্রতি পণ্যের সঙ্গে পেয়েছেন ১টি কুপন। শো-রুমে সংরক্ষণকৃত কুপনসমূহ নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল প্রথম পর্বের র‌্যাফেল ড্র। প্রথম পর্বে ঢাকার বিজয় সরণি, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চুয়াডাঙ্গাসহ দেশের ৮টি বিভাগীয় শহরসহ ১১টি স্থানে মিনিস্টারের শো-রুমে একযোগে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

কুপনের পুরষ্কার হিসেবে দেওয়া হচ্ছে মিনিস্টারের ফ্রিজ, এলইডি টিভি, স্মার্ট টিভি, গ্যাস বার্ণারসহ ২০০০ টিরও বেশি পুরস্কার। র‌্যাফেল ড্র এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর’২০২০। প্রথম পর্বে যারা পুরষ্কৃত হয়েছেন তাদের মধ্যে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের হাতে আমরা পুরস্কার তুলে দেওয়া হয়। বাকিদেরকে সুবিধাজনক দিনে পুরস্কারগুলো তুলে দেয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ , ২৫ মহররম ১৪৪২, ২৭ ভাদ্র ১৪২৭

মিনিস্টারের ঈদ অফারের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

image

ঈদুল আজহা উপলক্ষে দেশীয় ব্র্যান্ড মিনিস্টার নিয়ে এসেছিল ‘মানুষের জন্য মিনিস্টার পণ্য’। এতে মানুষের জন্য কোটি কোটি টাকার ঈদ অফার নিয়ে এসেছিল; যা শুরু হয়েছিল ১ জুলাই ২০২০ থেকে। বর্তমানে মহামারী পরিস্থিতিতে মিনিস্টার তাদের পণ্যের পূর্বমূল্যের তুলনায় প্রায় অর্ধেক দাম কমিয়ে দিয়েছে। এই অফার ফ্রিজ, এসি ও স্মার্ট/এলইডি টিভির ক্ষেত্রে প্রযোজ্য ছিল। মিনিস্টাররের শো রুম থেকে এই সকল পণ্য ক্রয় করে ক্রেতারা প্রতি পণ্যের সঙ্গে পেয়েছেন ১টি কুপন। শো-রুমে সংরক্ষণকৃত কুপনসমূহ নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হল প্রথম পর্বের র‌্যাফেল ড্র। প্রথম পর্বে ঢাকার বিজয় সরণি, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চুয়াডাঙ্গাসহ দেশের ৮টি বিভাগীয় শহরসহ ১১টি স্থানে মিনিস্টারের শো-রুমে একযোগে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

কুপনের পুরষ্কার হিসেবে দেওয়া হচ্ছে মিনিস্টারের ফ্রিজ, এলইডি টিভি, স্মার্ট টিভি, গ্যাস বার্ণারসহ ২০০০ টিরও বেশি পুরস্কার। র‌্যাফেল ড্র এর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর’২০২০। প্রথম পর্বে যারা পুরষ্কৃত হয়েছেন তাদের মধ্যে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের হাতে আমরা পুরস্কার তুলে দেওয়া হয়। বাকিদেরকে সুবিধাজনক দিনে পুরস্কারগুলো তুলে দেয়া হবে। সংবাদ বিজ্ঞপ্তি।