বাংলাদেশে বাজারে এলো অপো এফ১৭ প্রো এবং অপো ওয়াচ

গত ৯ সেপ্টেম্বর এক অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে অপো বাংলাদেশের বাজারে নিয়ে এলো অপো এফ১৭ প্রো এবং অপো ওয়াচ। অপো এফ১৭ প্রো’র পণ্যদূত, অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার ও অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপোর ডেপুটি ডিরেক্টর আইয়োনো লিউ। অপো এফ১৭ প্রো’র মূল্য ২৭,৯৯০ টাকা এবং অপো ওয়াচের ৪১মিমি ও ৪৬মিমি ভ্যারিয়েন্ট মূল্য যথাক্রমে ২২,৯৯০ টাকা ও ৩২,৯৯০ টাকা।

এফ১৭ প্রো’তে আছে ৪৮ মেগাপিক্সেলের মূল সেন্সর এবং ডুয়েল পাঞ্চহোল ফ্রন্ট ক্যামেরা সমন্বিত ছয়টি এআই পোর্ট্রেট ক্যামেরা। ক্যামেরার এআই সুপার ক্লিয়ার পোর্ট্রেট এবং এআই বিউটিফিকেশন ২.০ ব্যবহারে মুখের সকল ডিটেইলস ধরা পড়বে। স্মার্টফোনটিতে আছে ৮ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ম্যাজিক ব্লু এবং ম্যাট ব্ল্যাকের এফ১৭ প্রো’তে আরো আছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০, যাতে এক ঘন্টার মধ্যে ফোনটির ৪,০১৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে।

অন্যদিকে অপো ওয়াচে আছে গুগল ফিট টিএম। যার মাধ্যমে অপো ওয়াচ হাঁটটা, সাইক্লিং, সাঁতারসহ বিভিন্ন ব্যায়ামের হিসেব রাখবে। এ স্মার্টওয়াচে ডুয়েল কার্ভ ডিসপ্লের ব্যবহার করা হয়েছে এবং ভোক ফ্ল্যাশ চার্জিংয়ের মাধ্যমে ১৫ মিনিটে অপো ওয়াচ ১৬ ঘন্টা চলবে। এটি ৫০ মিটার পর্যন্ত পানিরোধক এবং ধুলো প্রতিরোধক। ইতোমধ্যে এফ১৭ প্রো এবং অপো ওয়াচের প্রি-অর্ডার শুরু হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০ , ২৫ মহররম ১৪৪২, ২৭ ভাদ্র ১৪২৭

বাংলাদেশে বাজারে এলো অপো এফ১৭ প্রো এবং অপো ওয়াচ

image

গত ৯ সেপ্টেম্বর এক অনলাইন লঞ্চিং ইভেন্টের মাধ্যমে অপো বাংলাদেশের বাজারে নিয়ে এলো অপো এফ১৭ প্রো এবং অপো ওয়াচ। অপো এফ১৭ প্রো’র পণ্যদূত, অভিনেত্রী নুসরাত ফারিয়া মাজহার ও অভিনেতা সিয়াম আহমেদের সঙ্গে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপোর ডেপুটি ডিরেক্টর আইয়োনো লিউ। অপো এফ১৭ প্রো’র মূল্য ২৭,৯৯০ টাকা এবং অপো ওয়াচের ৪১মিমি ও ৪৬মিমি ভ্যারিয়েন্ট মূল্য যথাক্রমে ২২,৯৯০ টাকা ও ৩২,৯৯০ টাকা।

এফ১৭ প্রো’তে আছে ৪৮ মেগাপিক্সেলের মূল সেন্সর এবং ডুয়েল পাঞ্চহোল ফ্রন্ট ক্যামেরা সমন্বিত ছয়টি এআই পোর্ট্রেট ক্যামেরা। ক্যামেরার এআই সুপার ক্লিয়ার পোর্ট্রেট এবং এআই বিউটিফিকেশন ২.০ ব্যবহারে মুখের সকল ডিটেইলস ধরা পড়বে। স্মার্টফোনটিতে আছে ৮ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। ম্যাজিক ব্লু এবং ম্যাট ব্ল্যাকের এফ১৭ প্রো’তে আরো আছে ৩০ ওয়াটের ভোক ফ্ল্যাশ চার্জ ৪.০, যাতে এক ঘন্টার মধ্যে ফোনটির ৪,০১৫ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে।

অন্যদিকে অপো ওয়াচে আছে গুগল ফিট টিএম। যার মাধ্যমে অপো ওয়াচ হাঁটটা, সাইক্লিং, সাঁতারসহ বিভিন্ন ব্যায়ামের হিসেব রাখবে। এ স্মার্টওয়াচে ডুয়েল কার্ভ ডিসপ্লের ব্যবহার করা হয়েছে এবং ভোক ফ্ল্যাশ চার্জিংয়ের মাধ্যমে ১৫ মিনিটে অপো ওয়াচ ১৬ ঘন্টা চলবে। এটি ৫০ মিটার পর্যন্ত পানিরোধক এবং ধুলো প্রতিরোধক। ইতোমধ্যে এফ১৭ প্রো এবং অপো ওয়াচের প্রি-অর্ডার শুরু হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।