মৌলিক গানে প্রথম দিঠি-ইউসুফ

বিগত প্রায় চার বছরে দিঠি ও ইউসুফ বিভিন্ন টেলিভিশনে এবং বিভিন্ন অনুষ্ঠানে একইমঞ্চে গান গাইলেও তাদের একসঙ্গে কোন মৌলিক গানে দেখা যায়নি। এবারই প্রথম তারা দু’জন একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছেন। গানের শিরোনাম ‘একটা কথা হয়নি বলা’। গানটি লিখেছেন এবং সুর করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। গানটির সঙ্গীতায়োজন করেছেন ইউসুফ আহমেদ খান এবং মিক্সড মাস্টার করেছেন শরীফ সুমন। গেলো ১৪ সেপ্টেম্বর দিনব্যাপী গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়। মিউজিক ভিডিওটি নির্মাণ করেন জাহিদুল ইসলাম। এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন উপস্থাপিকা শান্তা জাহান। ‘একটা কথা হয়নি বলা’ গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার

বলেন, ইউসুফ এর সঙ্গে স্টেজ শো’তে গান গাইতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। আমাদের প্রথম গান একটা কথা হয়নি বলা’র কথা ভীষণ চমৎকার, সুরও অসাধারণ। ’ ইউসুফ বলেন,‘ দিঠি আপাই মূলত আমাকে আমার মৌলিক গানগুলো বেশি বেশি গাইবার অনুপ্রেরণাদাতা, তাই সবসময়ই আমি তার কাছে কৃতজ্ঞ। প্রিয় মানুষটির সঙ্গে আমার প্রথম মৌলিক গান, এটা আমার জন্য যেমন আশীবার্দ, ঠিক তেমনি স্মরণীয়ও বটে। ’ শান্তা জাহান বলেন, ‘দিঠি আপু এবং আমার বন্ধু ইউসুফের কণ্ঠের এই গানটি আমার কাছে মনে হয়েছে একটি ম্যাচিউরড গান। মিউজিক ভিডিওর গল্প, আমার চরিত্র ভালো লেগেছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ দিঠি জানান গানটি ইউটিউব চ্যানেলে ‘ওয়াই বিটস’এ প্রকাশ পাবে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ , ২৬ মহররম ১৪৪২, ২৮ ভাদ্র ১৪২৭

মৌলিক গানে প্রথম দিঠি-ইউসুফ

বিনোদন প্রতিবেদক |

image

বিগত প্রায় চার বছরে দিঠি ও ইউসুফ বিভিন্ন টেলিভিশনে এবং বিভিন্ন অনুষ্ঠানে একইমঞ্চে গান গাইলেও তাদের একসঙ্গে কোন মৌলিক গানে দেখা যায়নি। এবারই প্রথম তারা দু’জন একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছেন। গানের শিরোনাম ‘একটা কথা হয়নি বলা’। গানটি লিখেছেন এবং সুর করেছেন শাখাওয়াত হোসেন মারুফ। গানটির সঙ্গীতায়োজন করেছেন ইউসুফ আহমেদ খান এবং মিক্সড মাস্টার করেছেন শরীফ সুমন। গেলো ১৪ সেপ্টেম্বর দিনব্যাপী গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়। মিউজিক ভিডিওটি নির্মাণ করেন জাহিদুল ইসলাম। এই মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন উপস্থাপিকা শান্তা জাহান। ‘একটা কথা হয়নি বলা’ গানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার

বলেন, ইউসুফ এর সঙ্গে স্টেজ শো’তে গান গাইতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি আমি। আমাদের প্রথম গান একটা কথা হয়নি বলা’র কথা ভীষণ চমৎকার, সুরও অসাধারণ। ’ ইউসুফ বলেন,‘ দিঠি আপাই মূলত আমাকে আমার মৌলিক গানগুলো বেশি বেশি গাইবার অনুপ্রেরণাদাতা, তাই সবসময়ই আমি তার কাছে কৃতজ্ঞ। প্রিয় মানুষটির সঙ্গে আমার প্রথম মৌলিক গান, এটা আমার জন্য যেমন আশীবার্দ, ঠিক তেমনি স্মরণীয়ও বটে। ’ শান্তা জাহান বলেন, ‘দিঠি আপু এবং আমার বন্ধু ইউসুফের কণ্ঠের এই গানটি আমার কাছে মনে হয়েছে একটি ম্যাচিউরড গান। মিউজিক ভিডিওর গল্প, আমার চরিত্র ভালো লেগেছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ দিঠি জানান গানটি ইউটিউব চ্যানেলে ‘ওয়াই বিটস’এ প্রকাশ পাবে।