যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তকমা দিতে চায় হিজবুল্লাহকে

যুক্তরাষ্ট্রীয় প্রশাসন লেবাননে হিজবুল্লাহর জনপ্রিয়তা ঠেকানোর লক্ষ্যে সংগঠনটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত দেশটির বহু রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়ে কালো তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়ে কালো তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ আহ্বান জানান। হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দেয়ায় সার্বিয়া সরকারের প্রশংসা করেন পম্পেও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার ঘোষণা করে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সার্বিয়া সরকার। ওয়াশিংটন পোস্ট, রয়টার্স।

গত রোববার গণমাধ্যমের এক প্রতিবেদন জানিয়েছে, পম্পেও বলেনÑ হিজবুল্লাহর গোটা অস্তিত্বকে সন্ত্রাসী মনে করতে হবে। এটির রাজনৈতিক অংশ ও সামরিক অংশের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। তিনি আরও বলেন, হিজবুল্লাহ সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে একই সঙ্গে তারা ইউরোপ থেকে সামরিক প্রযুক্তি ও বাজেট সংগ্রহ করার কাজে ব্যস্ত রয়েছে।

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ , ২৬ মহররম ১৪৪২, ২৮ ভাদ্র ১৪২৭

যুক্তরাষ্ট্র সন্ত্রাসী তকমা দিতে চায় হিজবুল্লাহকে

যুক্তরাষ্ট্রীয় প্রশাসন লেবাননে হিজবুল্লাহর জনপ্রিয়তা ঠেকানোর লক্ষ্যে সংগঠনটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত দেশটির বহু রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়ে কালো তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দিয়ে কালো তালিকাভুক্ত করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ আহ্বান জানান। হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দেয়ায় সার্বিয়া সরকারের প্রশংসা করেন পম্পেও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার ঘোষণা করে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সার্বিয়া সরকার। ওয়াশিংটন পোস্ট, রয়টার্স।

গত রোববার গণমাধ্যমের এক প্রতিবেদন জানিয়েছে, পম্পেও বলেনÑ হিজবুল্লাহর গোটা অস্তিত্বকে সন্ত্রাসী মনে করতে হবে। এটির রাজনৈতিক অংশ ও সামরিক অংশের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। তিনি আরও বলেন, হিজবুল্লাহ সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করে একই সঙ্গে তারা ইউরোপ থেকে সামরিক প্রযুক্তি ও বাজেট সংগ্রহ করার কাজে ব্যস্ত রয়েছে।