দিঘীনালায় পুলিশের বিরুদ্ধে ধর্ষণ মামলা

খাগড়াছড়ি পার্বত্য জেলায় দীঘিনালা উপজেলায় ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ সদস্যের নাম মো. নাজমুল হাসান(২৩)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোপাল নগর গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় ধর্ষিতা স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত সোমবার রাতেই তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরে তাকে খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাতে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার ভৈরফা এলাকার ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী(১২) স্কুলে আসা যাওয়ার সময় পরিচয় হয় অটল টিলা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্য নাজমুল হাসানের সঙ্গে। এ সুযোগে গত সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পাশ্ববর্তী আকাশি গাছের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন হাতে-নাতে ধরে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধর্ষিতার বাবা পুলিশ সদস্য নাজমুল হাসানকে আসামি করে গত সোমবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ , ২৭ মহররম ১৪৪২, ২৯ ভাদ্র ১৪২৭

দিঘীনালায় পুলিশের বিরুদ্ধে ধর্ষণ মামলা

প্রতিনিধি, খাগড়াছড়ি

খাগড়াছড়ি পার্বত্য জেলায় দীঘিনালা উপজেলায় ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ সদস্যের নাম মো. নাজমুল হাসান(২৩)। সে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোপাল নগর গ্রামের আবুল হোসেনের ছেলে।

এ ঘটনায় ধর্ষিতা স্কুল শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গত সোমবার রাতেই তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। পরে তাকে খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাতে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার ভৈরফা এলাকার ৬ষ্ঠ শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী(১২) স্কুলে আসা যাওয়ার সময় পরিচয় হয় অটল টিলা পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্য নাজমুল হাসানের সঙ্গে। এ সুযোগে গত সোমবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে পাশ্ববর্তী আকাশি গাছের বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন হাতে-নাতে ধরে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধর্ষিতার বাবা পুলিশ সদস্য নাজমুল হাসানকে আসামি করে গত সোমবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।