পূর্ব সুন্দরবনে সাপের দংশনে জেলের মৃত্যু

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে মাছ শিকারে গিয়ে সাপের দংশনে এক জেলের মৃত্যু হয়েছে। মৃত জেলে আবু হাওলাদার (৫৫) জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের হরমুজ হাওলাদারের পুত্র। সঙ্গীয় জেলে নাছির বনবিভাগ জানায়, আবু হাওলাদারসহ তিন জেলে গত রবিবার সকালে বন বিভাগের শরণখোলা স্টেশন থেকে পারমিট নিয়ে সুন্দরবনের আড়াইবেকী খালে মাছ ধরতে যান। সোমবার ভোররাতে জাল থেকে মাছ ছাড়নোর সময় জালে পেচানো একটি সাপ আবু হাওলাদারকে দংশন করে। গহিন বন থেকে সাথে সাথে তাকে নিয়ে শরণখোলা উপজেলা সদরে আসতে বিকেল হয়ে যায়। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবনে বৈধভাবে মাছ ধরতে গিয়ে বণ্যপ্রাণির আক্রমণে আহত বা নিহত হলে তার পরিবারকে সরকারিভাবে অর্থ সহায়তা দেয়ার নিয়ম রয়েছে।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ , ২৭ মহররম ১৪৪২, ২৯ ভাদ্র ১৪২৭

পূর্ব সুন্দরবনে সাপের দংশনে জেলের মৃত্যু

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের পূর্ব সুন্দরবনে মাছ শিকারে গিয়ে সাপের দংশনে এক জেলের মৃত্যু হয়েছে। মৃত জেলে আবু হাওলাদার (৫৫) জেলার শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের হরমুজ হাওলাদারের পুত্র। সঙ্গীয় জেলে নাছির বনবিভাগ জানায়, আবু হাওলাদারসহ তিন জেলে গত রবিবার সকালে বন বিভাগের শরণখোলা স্টেশন থেকে পারমিট নিয়ে সুন্দরবনের আড়াইবেকী খালে মাছ ধরতে যান। সোমবার ভোররাতে জাল থেকে মাছ ছাড়নোর সময় জালে পেচানো একটি সাপ আবু হাওলাদারকে দংশন করে। গহিন বন থেকে সাথে সাথে তাকে নিয়ে শরণখোলা উপজেলা সদরে আসতে বিকেল হয়ে যায়। এ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবনে বৈধভাবে মাছ ধরতে গিয়ে বণ্যপ্রাণির আক্রমণে আহত বা নিহত হলে তার পরিবারকে সরকারিভাবে অর্থ সহায়তা দেয়ার নিয়ম রয়েছে।