নিয়ামতপুরে ৩ পিয়াজ ব্যবসায়ীর জরিমানা

গত মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন কাঁচা বাজারে অভিযান চালিয়ে তিন পেয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারীয়া পেরেরা। এদের মধ্যে উপজেলা সদরের ব্যবসায়ী বাদলকে মূল্য তালিকা ঝুলিয়ে না রাখার জন্য ১ হাজার টাকা, উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া বাজারের ব্যবসায়ী খাইরুল আলমকে ১০ হাজার টাকা এবং একই বাজারের কাশেমকে ১ হাজার টাকা মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, নিয়ামতপুর উপজেলার বিভিন্ন বাজারে পিয়াজের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার খড়িবাড়ী বাজার, বরেন্দ্র বাজার, নিমদীঘি বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারীয়া পেরেরাকে সহযোগিতা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফার সরকার ও থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির। অভিযানে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৮ ধারায় তিন পেয়াজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারীয়া পেরেরা বলেন, সারাদেশে চলমান অস্থির পেয়াজের বাজার। আর এ সুযোগে কিছু পেয়াজ ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছেন।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ , ২৭ মহররম ১৪৪২, ২৯ ভাদ্র ১৪২৭

নিয়ামতপুরে ৩ পিয়াজ ব্যবসায়ীর জরিমানা

প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

গত মঙ্গলবার নওগাঁর নিয়ামতপুরে বিভিন্ন কাঁচা বাজারে অভিযান চালিয়ে তিন পেয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারীয়া পেরেরা। এদের মধ্যে উপজেলা সদরের ব্যবসায়ী বাদলকে মূল্য তালিকা ঝুলিয়ে না রাখার জন্য ১ হাজার টাকা, উপজেলার ভাবিচা ইউনিয়নের পাইকড়া বাজারের ব্যবসায়ী খাইরুল আলমকে ১০ হাজার টাকা এবং একই বাজারের কাশেমকে ১ হাজার টাকা মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, নিয়ামতপুর উপজেলার বিভিন্ন বাজারে পিয়াজের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার খড়িবাড়ী বাজার, বরেন্দ্র বাজার, নিমদীঘি বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারীয়া পেরেরাকে সহযোগিতা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফার সরকার ও থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির। অভিযানে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৮ ধারায় তিন পেয়াজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া মারীয়া পেরেরা বলেন, সারাদেশে চলমান অস্থির পেয়াজের বাজার। আর এ সুযোগে কিছু পেয়াজ ব্যবসায়ী অধিক মুনাফার লোভে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছেন।