স্বাধীন অ্যাপে ‘বলতে পারি না, বলতে চাই’

‘ভূতডটকম’ ও ‘পাতালপুর’-এর সাফল্যের পর স্বাধীন মিউজিক অ্যাপ এবার নিয়ে আসছে আরো একটি ভিন্নধারার অনুষ্ঠান- ‘বলতে পারি না, বলতে চাই’। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের নানা আলোচিত ঘটনাগুলো সবার সামনে তুলে আনা হবে এই অনুষ্ঠানে। এটি উপস্থাপনা করবেন অরুণিমা। এই অনুষ্ঠানে নির্দ্বিধায় খুলে বলা যাবে সকল না বলা কথা। কারণ, পরিচয় গোপন রেখেই এই অনুষ্ঠানের মাধ্যমে নিজের জীবনের বিস্ময়কর ঘটনাগুলো শেয়ার করতে পারবেন যে কেউ। ‘বলতে পারিনা বলতে চাই’ প্রসঙ্গে গ্যাক মিডিয়া ও স্বাধীন-এর সিইও সাবিরুল হক বলেন, ‘বাংলাদেশের অনেক মানুষ শুধুমাত্র একটা উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে মনের কথাগুলো প্রকাশ করতে পারে না। স্বাধীন মিউজিক সেই ওপেন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শ্রোতারা মনখুলে মনের জমানো সব কথা বা ঘটনা শেয়ার করতে পারবেন সবার সঙ্গে। স্বাধীন মিউজিক সব সময় শ্রোতাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে এবং বিভিন্ন সময়ে নতুন ধরণের শো নিয়ে উপস্থিত হয়েছে। আগামীতেও এই ধারা অব্যহত থাকবে।’ অনুষ্ঠানটির এই পরিকল্পকের শ্রোতাদের আহ্বান জানান এই বলে, ‘এমন কোনো কথা যদি থেকে থাকে, যা ভয়ে আগে কখনো কাউকে বলা হয়নি। মনে হয়েছে ‘লোকে কি বলবে’, অথচ স্মৃতিগুলো জমতে জমতে আপনাকে কষ্ট দেয়। তাহলে এগিয়ে আসুন ও বলুন সেসব কথা।

নির্ভার করুন নিজেকে।’

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ , ২৭ মহররম ১৪৪২, ২৯ ভাদ্র ১৪২৭

স্বাধীন অ্যাপে ‘বলতে পারি না, বলতে চাই’

বিনোদন প্রতিবেদক |

image

‘ভূতডটকম’ ও ‘পাতালপুর’-এর সাফল্যের পর স্বাধীন মিউজিক অ্যাপ এবার নিয়ে আসছে আরো একটি ভিন্নধারার অনুষ্ঠান- ‘বলতে পারি না, বলতে চাই’। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যিকারের নানা আলোচিত ঘটনাগুলো সবার সামনে তুলে আনা হবে এই অনুষ্ঠানে। এটি উপস্থাপনা করবেন অরুণিমা। এই অনুষ্ঠানে নির্দ্বিধায় খুলে বলা যাবে সকল না বলা কথা। কারণ, পরিচয় গোপন রেখেই এই অনুষ্ঠানের মাধ্যমে নিজের জীবনের বিস্ময়কর ঘটনাগুলো শেয়ার করতে পারবেন যে কেউ। ‘বলতে পারিনা বলতে চাই’ প্রসঙ্গে গ্যাক মিডিয়া ও স্বাধীন-এর সিইও সাবিরুল হক বলেন, ‘বাংলাদেশের অনেক মানুষ শুধুমাত্র একটা উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে মনের কথাগুলো প্রকাশ করতে পারে না। স্বাধীন মিউজিক সেই ওপেন প্ল্যাটফর্ম, যার মাধ্যমে শ্রোতারা মনখুলে মনের জমানো সব কথা বা ঘটনা শেয়ার করতে পারবেন সবার সঙ্গে। স্বাধীন মিউজিক সব সময় শ্রোতাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসেছে এবং বিভিন্ন সময়ে নতুন ধরণের শো নিয়ে উপস্থিত হয়েছে। আগামীতেও এই ধারা অব্যহত থাকবে।’ অনুষ্ঠানটির এই পরিকল্পকের শ্রোতাদের আহ্বান জানান এই বলে, ‘এমন কোনো কথা যদি থেকে থাকে, যা ভয়ে আগে কখনো কাউকে বলা হয়নি। মনে হয়েছে ‘লোকে কি বলবে’, অথচ স্মৃতিগুলো জমতে জমতে আপনাকে কষ্ট দেয়। তাহলে এগিয়ে আসুন ও বলুন সেসব কথা।

নির্ভার করুন নিজেকে।’