মেহরাব ও তার স্ত্রী রুশির ‘ভালোবাসি খুব’

চলতি বছরের শুরুতে সেলিব্রেটি সঙ্গীতশিল্পী মেহরাব তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা প্রথম গানে মডেল হিসেবে উপস্থিত করেছিলেন তার স্ত্রী রুশী চৌধুরীকে। আবারো মেহরাব তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নতুন একটি গানের ভিডিও তৈরি করেছেন। এবারের গানের শিরোনাম ‘ভালোবাসি খুব’। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর সঙ্গীত করেছেন মেহরাব নিজেই। মিউজিক ভিডিওটির গল্প রিফাত মল্লিকের, নির্দেশনায় দিয়েছেন মেহরাব নিজেই। মেহরাব জানান আগামী ২৫ সেপ্টেম্বর গানটি আমার ‘মেহরাব’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। মেহরাব বলেন, ‘ভালোবাসি খুব শিরোনামের গানটি একটি রোমান্টিক গান। তাই এতে মডেল হিসেবে আমি আমার স্ত্রীকেই রেখেছি। আশাকরি দর্শকরা শুধু গানটিই নয়, মিউজিক ভিডিওটিও বেশ উপভোগ করবেন।’ রুশী চৌধুরী বলেন, ‘লকডাউনের দিনগুলোর পর যদিও এখনও করোনায় আমাদের জীবন স্বাভাবিক হয়ে উঠেনি। তারপরও অনেক চ্যালেঞ্জের মধ্যে সর্বোচ্চ সচেতন থেকে আমরা এই গানটি করেছি।

আমি আমার নিজেকে গানের গল্প অনুযায়ী যতোটা ভালোভাবে উপস্থাপন করা যায় তাই করার চেষ্টা করেছি।

আমি ভীষণ উচ্ছসিত গানটি নিয়ে।’ মেহরাব জানান রুশী এর আগেও মিডিয়াতে টুকটাক কাজ করেছেন। যে কারণে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করা তার জন্য তেমন কঠিন কিছু ছিল না। রুশী ঢাকার চারুকলা থেকে ফাইন আর্টসে মাস্টার্স করছেন। গেল বছরের ৮ জুলাই মেহরাব ও রুশী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মেহরাবের সর্বশেষ প্রকাশিত দেশের গান ছিলো ‘এলোরে বৈশাখ’। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে মেহরাব এখনো স্টেজ শো’তে নিয়মিত হতে পারেননি।

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০ , ২৭ মহররম ১৪৪২, ২৯ ভাদ্র ১৪২৭

মেহরাব ও তার স্ত্রী রুশির ‘ভালোবাসি খুব’

বিনোদন প্রতিবেদক |

image

চলতি বছরের শুরুতে সেলিব্রেটি সঙ্গীতশিল্পী মেহরাব তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা প্রথম গানে মডেল হিসেবে উপস্থিত করেছিলেন তার স্ত্রী রুশী চৌধুরীকে। আবারো মেহরাব তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নতুন একটি গানের ভিডিও তৈরি করেছেন। এবারের গানের শিরোনাম ‘ভালোবাসি খুব’। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর সঙ্গীত করেছেন মেহরাব নিজেই। মিউজিক ভিডিওটির গল্প রিফাত মল্লিকের, নির্দেশনায় দিয়েছেন মেহরাব নিজেই। মেহরাব জানান আগামী ২৫ সেপ্টেম্বর গানটি আমার ‘মেহরাব’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। মেহরাব বলেন, ‘ভালোবাসি খুব শিরোনামের গানটি একটি রোমান্টিক গান। তাই এতে মডেল হিসেবে আমি আমার স্ত্রীকেই রেখেছি। আশাকরি দর্শকরা শুধু গানটিই নয়, মিউজিক ভিডিওটিও বেশ উপভোগ করবেন।’ রুশী চৌধুরী বলেন, ‘লকডাউনের দিনগুলোর পর যদিও এখনও করোনায় আমাদের জীবন স্বাভাবিক হয়ে উঠেনি। তারপরও অনেক চ্যালেঞ্জের মধ্যে সর্বোচ্চ সচেতন থেকে আমরা এই গানটি করেছি।

আমি আমার নিজেকে গানের গল্প অনুযায়ী যতোটা ভালোভাবে উপস্থাপন করা যায় তাই করার চেষ্টা করেছি।

আমি ভীষণ উচ্ছসিত গানটি নিয়ে।’ মেহরাব জানান রুশী এর আগেও মিডিয়াতে টুকটাক কাজ করেছেন। যে কারণে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করা তার জন্য তেমন কঠিন কিছু ছিল না। রুশী ঢাকার চারুকলা থেকে ফাইন আর্টসে মাস্টার্স করছেন। গেল বছরের ৮ জুলাই মেহরাব ও রুশী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মেহরাবের সর্বশেষ প্রকাশিত দেশের গান ছিলো ‘এলোরে বৈশাখ’। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে মেহরাব এখনো স্টেজ শো’তে নিয়মিত হতে পারেননি।