আজ এনটিভিতে একক নাটক ‘হৃদয়ে কোলাহল’

এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘হৃদয়ে কোলাহল’। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। অভিনয় করেছেন- সারিকা সাবরিন, সৈয়দ জামান শাওন, শিখা মৌ, শিশির আহমেদ প্রমুখ। ‘অলিকের চাকরি পরিবর্তন করা নেশার মতো হয়ে গিয়েছে। এর কারন মানিয়ে নিতে না পারা। অফিসে কোন দুর্নীতি বা অসংগতি অলিকের পছন্দ নয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রিনি অলিকের এমন হুটহাট ডিসিশান মেনে নিতে পারে না। এ নিয়ে রিনি ও অলিকের মধ্যে ঝগড়া লেগেই থাকে। অলিক ও রিনি এক জায়গায় অনড়, আর তা হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস ও আস্থা। এই বিশ্বাস আর আত্মবিশ্বাস মিলে সৃষ্টি করে যে হৃদয়ে কোলাহল তাকেই বলে প্রেম, ভালোবাসা। আদি সাহিত্যিকেরা এই বিষয়ের উপর বিস্তর গবেষণা করে লিখে পরবর্তিতে হাল ছেড়ে দিয়েছেন। আর আধুনিক যুগের কবি সাহিত্যিকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এরাও হাল ছেড়ে দিবেন বলে রিনির বিশ্বাস। তবে অলিক বিশ্বাস করে- এ রোজ ক্যান সলভ অল প্রবলেমস। এমনই গল্প নিয়ে নাটক হৃদয়ে কোলাহল।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ , ২৮ মহররম ১৪৪২, ৩০ ভাদ্র ১৪২৭

আজ এনটিভিতে একক নাটক ‘হৃদয়ে কোলাহল’

বিনোদন প্রতিবেদক |

image

এনটিভিতে আজ রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘হৃদয়ে কোলাহল’। অয়ন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এস কে শুভ। অভিনয় করেছেন- সারিকা সাবরিন, সৈয়দ জামান শাওন, শিখা মৌ, শিশির আহমেদ প্রমুখ। ‘অলিকের চাকরি পরিবর্তন করা নেশার মতো হয়ে গিয়েছে। এর কারন মানিয়ে নিতে না পারা। অফিসে কোন দুর্নীতি বা অসংগতি অলিকের পছন্দ নয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রিনি অলিকের এমন হুটহাট ডিসিশান মেনে নিতে পারে না। এ নিয়ে রিনি ও অলিকের মধ্যে ঝগড়া লেগেই থাকে। অলিক ও রিনি এক জায়গায় অনড়, আর তা হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস ও আস্থা। এই বিশ্বাস আর আত্মবিশ্বাস মিলে সৃষ্টি করে যে হৃদয়ে কোলাহল তাকেই বলে প্রেম, ভালোবাসা। আদি সাহিত্যিকেরা এই বিষয়ের উপর বিস্তর গবেষণা করে লিখে পরবর্তিতে হাল ছেড়ে দিয়েছেন। আর আধুনিক যুগের কবি সাহিত্যিকেরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এরাও হাল ছেড়ে দিবেন বলে রিনির বিশ্বাস। তবে অলিক বিশ্বাস করে- এ রোজ ক্যান সলভ অল প্রবলেমস। এমনই গল্প নিয়ে নাটক হৃদয়ে কোলাহল।