সিডিসি পরিচালকের সঙ্গে কোভিড ভ্যাকসিন বিতর্কে ট্রাম্প

মহামারী মোকাবিলায় মাস্ক ও ভ্যাকসিন নিয়ে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক হেলথ ইনস্টিটিউটের অধীন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ড. রবার্ট রেডফিল্ড ও প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে গতকাল বুধবার ড. রেডফিল্ড বলেন, কোভিড-১৯ থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের চেয়ে মাস্ক বেশি নিশ্চয়তা দেয়। রেডফিল্ড বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ রয়েছে আমাদের রক্ষায় মাস্ক সবচেয়ে কার্যকর। অন্যদিকে ড. রেডফিল্ডের বক্তব্যের বিরোধিতা করে ট্রাম্প বলেন, ‘মাস্কেও সমস্যা রয়েছে এমনকি হাতের আঙুল দিয়ে মাস্ক ছুঁয়ে খাবারের থালা ভোক্তার সামনে রাখা হচ্ছে। আমি বলব, ভ্যাকসিনই বেশি কার্যকর।’ সিডিসি পরিচালকের আগামী বছরের গ্রীষ্মে বা বসন্তে ভ্যাকসিন পাওয়া যাবে মন্তব্য প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি বলব, তিনি ভুল করেছেন। এটা ভুল তথ্য। বিবিসি, ইউএনবি।

গণমাধ্যমের এক প্রতিবেদনে গতকাল প্রকাশিত, মার্কিন জনগণের কোভিড-১৯ টিকা পেতে ২০২১’র মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে জানিয়েছেন সিডিসি পরিচালক। সিনেটের এক শুনানিতে রেডফিল্ড জানান, প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরের মাঝামাঝি সময়ে টিকা পাওয়া যাবে। সরবরাহ হবে অত্যন্ত সীমিত এবং অগ্রাধিকার ভিত্তিতে। পরিচালকের মতে আমরা সম্ভবত ২০২১ দ্বিতীয় ত্রৈমাসের জুনের শেষে, সেপ্টেম্বরের দিকে তাকিয়ে আছি।’ অন্যদিকে ট্রাম্প বলছেন, ভুল বকছেন সিডিসি পরিচালক।

মাস্ক ব্যবহার প্রসঙ্গে যদি বলি, আশা করছি মাস্কের চেয়ে ভ্যাকসিন আরও বহুগুণ কাজে দেবে।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ , ২৮ মহররম ১৪৪২, ৩০ ভাদ্র ১৪২৭

সিডিসি পরিচালকের সঙ্গে কোভিড ভ্যাকসিন বিতর্কে ট্রাম্প

image

মহামারী মোকাবিলায় মাস্ক ও ভ্যাকসিন নিয়ে প্রকাশ্যে বিতর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক হেলথ ইনস্টিটিউটের অধীন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ড. রবার্ট রেডফিল্ড ও প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে গতকাল বুধবার ড. রেডফিল্ড বলেন, কোভিড-১৯ থেকে রক্ষা পেতে ভ্যাকসিনের চেয়ে মাস্ক বেশি নিশ্চয়তা দেয়। রেডফিল্ড বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট বৈজ্ঞানিক তথ্যপ্রমাণ রয়েছে আমাদের রক্ষায় মাস্ক সবচেয়ে কার্যকর। অন্যদিকে ড. রেডফিল্ডের বক্তব্যের বিরোধিতা করে ট্রাম্প বলেন, ‘মাস্কেও সমস্যা রয়েছে এমনকি হাতের আঙুল দিয়ে মাস্ক ছুঁয়ে খাবারের থালা ভোক্তার সামনে রাখা হচ্ছে। আমি বলব, ভ্যাকসিনই বেশি কার্যকর।’ সিডিসি পরিচালকের আগামী বছরের গ্রীষ্মে বা বসন্তে ভ্যাকসিন পাওয়া যাবে মন্তব্য প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি বলব, তিনি ভুল করেছেন। এটা ভুল তথ্য। বিবিসি, ইউএনবি।

গণমাধ্যমের এক প্রতিবেদনে গতকাল প্রকাশিত, মার্কিন জনগণের কোভিড-১৯ টিকা পেতে ২০২১’র মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হবে জানিয়েছেন সিডিসি পরিচালক। সিনেটের এক শুনানিতে রেডফিল্ড জানান, প্রাথমিকভাবে চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বরের মাঝামাঝি সময়ে টিকা পাওয়া যাবে। সরবরাহ হবে অত্যন্ত সীমিত এবং অগ্রাধিকার ভিত্তিতে। পরিচালকের মতে আমরা সম্ভবত ২০২১ দ্বিতীয় ত্রৈমাসের জুনের শেষে, সেপ্টেম্বরের দিকে তাকিয়ে আছি।’ অন্যদিকে ট্রাম্প বলছেন, ভুল বকছেন সিডিসি পরিচালক।

মাস্ক ব্যবহার প্রসঙ্গে যদি বলি, আশা করছি মাস্কের চেয়ে ভ্যাকসিন আরও বহুগুণ কাজে দেবে।