পিয়াজের আড়তে অভিযান : ৭২ হাজার টাকা জরিমানা

ঢাকা মহানগরীর পিয়াজের আড়তে অভিযান চালিয়ে ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিক মূল্যে পিয়াজ বিক্রিসহ নানা অপরাধে এ জরিমানা আদায় করা হয়। এ সময় পিয়াজের মূল্য কারসাজি না করার জন্য ব্যবসায়ীদের সতর্কও করা হয়।

গতকাল রাজধানীর শ্যামবাজার, কাওরান বাজার, মোহাম্মদপুর টাউনহল বাজার, কৃষি মার্কেট, মিরপুর শাহ আলী বাজার ও মিরপুর ৬ নম্বর বাজারের ৮টি পিয়াজের আড়তে অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ ও আদায় করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মাসুম আরেফিন। অভিযানে পিয়াজের পাইকারি আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না করা, বিক্রয় রশিদের সঙ্গে মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যে গরমিল, অধিক মূল্যে পিয়াজ বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এ জরিমানা আরোপ করা হয়। তদারকিকালে পিয়াজের মূল্য কারসাজি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সেই সঙ্গে ভোক্তাদের অযথা আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পিয়াজ ক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদফতর সবসময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যে কোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জিরো টলারেন্স প্রদর্শন করবে।

আরও খবর
মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা
ঢাবির প্রথম পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান অনুমোদন
চলছে না ফেরি : ঘাটে আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক
রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যা বক্তব্য দেয়ায় বরখাস্ত আতর আলী
বিএনপি নেতা ও আ’লীগ নেত্রীর বিরুদ্ধে নারীর চুল কেটে নির্যাতনের অভিযোগ
পুলিশের প্রথম সাইবার ক্রাইম ইউনিট চালু
স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন
যে কোন ব্রান্ডের মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তনে দক্ষ ওরা
সাবরিনাসহ ৮ জনের বিরুদ্ধে চলছে সাক্ষ্য
চট্টগ্রামে প্রতারক চক্র সক্রিয় চাকরির নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
জঙ্গি সম্পৃক্ততা রাজধানীতে দুইজন গ্রেফতার

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ , ২৮ মহররম ১৪৪২, ৩০ ভাদ্র ১৪২৭

পিয়াজের আড়তে অভিযান : ৭২ হাজার টাকা জরিমানা

নিজস্ব বার্তা পরিবেশক |

ঢাকা মহানগরীর পিয়াজের আড়তে অভিযান চালিয়ে ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিক মূল্যে পিয়াজ বিক্রিসহ নানা অপরাধে এ জরিমানা আদায় করা হয়। এ সময় পিয়াজের মূল্য কারসাজি না করার জন্য ব্যবসায়ীদের সতর্কও করা হয়।

গতকাল রাজধানীর শ্যামবাজার, কাওরান বাজার, মোহাম্মদপুর টাউনহল বাজার, কৃষি মার্কেট, মিরপুর শাহ আলী বাজার ও মিরপুর ৬ নম্বর বাজারের ৮টি পিয়াজের আড়তে অভিযান পরিচালনা করে জরিমানা আরোপ ও আদায় করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির উপ-পরিচালক মাসুম আরেফিন। অভিযানে পিয়াজের পাইকারি আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না করা, বিক্রয় রশিদের সঙ্গে মূল্য তালিকায় প্রদর্শিত মূল্যে গরমিল, অধিক মূল্যে পিয়াজ বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এ জরিমানা আরোপ করা হয়। তদারকিকালে পিয়াজের মূল্য কারসাজি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়। সেই সঙ্গে ভোক্তাদের অযথা আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত পিয়াজ ক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে এ অধিদফতর সবসময়ই স্বাগত জানায়। কিন্তু অসাধু ও অনৈতিক যে কোন কাজের ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জিরো টলারেন্স প্রদর্শন করবে।