পর্যটন কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

করোনা সংক্রমণ প্রতিরোধে টানা কয়েক মাস বন্ধের পর দেশের পর্যটন ও শিশু বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মেই চলছে গণপরিবহন। কিন্তু দেশের করোনা পরিস্থিতি এখনও অনেকটাই আগের মতোই। তাই শিক্ষার্থীদের জীবনের সুরক্ষায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বন্ধ। কিন্তু পর্যটন সংশ্লিষ্ট মানুষের আর্থিক দুরবস্থা এবং শিশু-কিশোরদের মানসিক অবসাদ কাটাতে পর্যটন কেন্দ্রগুলো খুলে দিলেও অনেকাংশে নির্দেশিত স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যাচ্ছে না। বরং স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করেই সমুদ্র সৈকত, সংশ্লিষ্ট পর্যটন কেন্দ্র এবং শিশু পার্কগুলোতে বাড়ছে শিশু-কিশোরদের নিয়ে পরিবারের সদস্যদের আনন্দ ভ্রমণ। অনেকে মাস্ক ব্যবহার করলেও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি চরমভাবেই উপেক্ষিত। এতে স্বাভাবিকভাবেই সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

নির্দেশিত স্বাস্থ্যবিধির প্রতি অবহেলায় করোনা পরিস্থতির যেমন অবনতি ঘটতে পারে তেমনি সরকারের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সময়োপযোগী সিদ্ধান্তও প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তাই উপর্যুক্ত বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদানে সংশ্লিষ্ট অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই।

আবু ফারুক

বনরুপাপাড়া

সদর, বান্দরবান।

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ , ২৮ মহররম ১৪৪২, ৩০ ভাদ্র ১৪২৭

পর্যটন কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

করোনা সংক্রমণ প্রতিরোধে টানা কয়েক মাস বন্ধের পর দেশের পর্যটন ও শিশু বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মেই চলছে গণপরিবহন। কিন্তু দেশের করোনা পরিস্থিতি এখনও অনেকটাই আগের মতোই। তাই শিক্ষার্থীদের জীবনের সুরক্ষায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বন্ধ। কিন্তু পর্যটন সংশ্লিষ্ট মানুষের আর্থিক দুরবস্থা এবং শিশু-কিশোরদের মানসিক অবসাদ কাটাতে পর্যটন কেন্দ্রগুলো খুলে দিলেও অনেকাংশে নির্দেশিত স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যাচ্ছে না। বরং স্বাস্থ্যবিধিকে উপেক্ষা করেই সমুদ্র সৈকত, সংশ্লিষ্ট পর্যটন কেন্দ্র এবং শিশু পার্কগুলোতে বাড়ছে শিশু-কিশোরদের নিয়ে পরিবারের সদস্যদের আনন্দ ভ্রমণ। অনেকে মাস্ক ব্যবহার করলেও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি চরমভাবেই উপেক্ষিত। এতে স্বাভাবিকভাবেই সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

নির্দেশিত স্বাস্থ্যবিধির প্রতি অবহেলায় করোনা পরিস্থতির যেমন অবনতি ঘটতে পারে তেমনি সরকারের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সময়োপযোগী সিদ্ধান্তও প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তাই উপর্যুক্ত বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদানে সংশ্লিষ্ট অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই।

আবু ফারুক

বনরুপাপাড়া

সদর, বান্দরবান।