বাঁশখালীতে বিষ ঢেলে ধান ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় ধানি জমিতে বিষ ঢেলে দিয়ে প্রায় ৪০ শতক জমির ধানের চারা নষ্ট করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে গত বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুকুরিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পুলক চক্রবর্তী ও নাটমুড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিটন নাথ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ।

জানা গেছে, পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার বাস্তুহারা কৃষক আবুল হোছেন ও রেজিয়া বেগমের নামে বন্দোবস্তিকৃত ৮নং ওয়ার্ডের পাহাড়ি এলাকার ৪০ শতক ধানি জমিতে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষ ঢেলে দেয় কতিপয় দুর্বৃত্তরা। এতে জমিতে রোপিত সম্পূর্ণ ধানের চারা নষ্ট হয়ে যায়। বিষ ঢেলে দিতে দেখে স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করে।

ক্ষতিগ্রস্ত বাস্তুহারা কৃষক আবুল হোসেন বলেন, ‘জায়গাটি আমি এবং আমার স্ত্রীর নামে বন্দোবস্তি হওয়ার পর থেকে ধানের চারা এবং গাছের বাগান করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি আমরা। স্থানীয় ৮নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার আবদুল হাফেজের পুত্র নাছির, মো. হোছাইন ও মহিউদ্দীন গংরা আমাদের বন্দোবস্তিকৃত জায়গার ওপর কুনজর ফেলে তা দখলে নেয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালায়। এরইমধ্যে তারা আমাদের বন্দোবস্তিকৃত ওই জমিতে বিষ ঢেলে দিয়ে ৪০ শতক জমির সম্পূর্ণ ধানের চারা নষ্ট করে দিয়েছে। আমি প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ , ২৯ মহররম ১৪৪২, ০১ আশ্বিন ১৪২৭

বাঁশখালীতে বিষ ঢেলে ধান ক্ষেত নষ্ট করল দুর্বৃত্তরা!

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় ধানি জমিতে বিষ ঢেলে দিয়ে প্রায় ৪০ শতক জমির ধানের চারা নষ্ট করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে গত বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুকুরিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পুলক চক্রবর্তী ও নাটমুড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিটন নাথ। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক ।

জানা গেছে, পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নতুনপাড়া এলাকার বাস্তুহারা কৃষক আবুল হোছেন ও রেজিয়া বেগমের নামে বন্দোবস্তিকৃত ৮নং ওয়ার্ডের পাহাড়ি এলাকার ৪০ শতক ধানি জমিতে গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষ ঢেলে দেয় কতিপয় দুর্বৃত্তরা। এতে জমিতে রোপিত সম্পূর্ণ ধানের চারা নষ্ট হয়ে যায়। বিষ ঢেলে দিতে দেখে স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া করে।

ক্ষতিগ্রস্ত বাস্তুহারা কৃষক আবুল হোসেন বলেন, ‘জায়গাটি আমি এবং আমার স্ত্রীর নামে বন্দোবস্তি হওয়ার পর থেকে ধানের চারা এবং গাছের বাগান করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি আমরা। স্থানীয় ৮নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকার আবদুল হাফেজের পুত্র নাছির, মো. হোছাইন ও মহিউদ্দীন গংরা আমাদের বন্দোবস্তিকৃত জায়গার ওপর কুনজর ফেলে তা দখলে নেয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালায়। এরইমধ্যে তারা আমাদের বন্দোবস্তিকৃত ওই জমিতে বিষ ঢেলে দিয়ে ৪০ শতক জমির সম্পূর্ণ ধানের চারা নষ্ট করে দিয়েছে। আমি প্রশাসনের নিকট এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, তদন্তপূর্বক অপরাধীদের আইনের আওতায় আনা হবে।