পাথরঘাটায় ডাকাতি মালামাল লুট

বরগুনার পাথরঘাটায় অস্ত্রের মুখে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ কাকচিড়া গ্রামের বাদল হাওলাদারের বাড়িতে গত বুধবার রাত আড়াইটার দিকে এ ডাকাতির হয়। বাড়ির মালিক দলিল লেখক মো. বাদল ও তার শ্যালক রোকুনুজ্জামান রানা জানান, ডাকাত দল বাড়ি থেকে দুটি এয়ারগান, সাড়ে ৮ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। গত বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাদল হাওলাদার পরিবারের সদস্যরা বলেন, ডাকাতদল রাত আড়াইটার দিকে প্রথমে ক্যাচি গেটের তালা ভেঙ্গে পরে ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢোকে ডাকাতদল। বিষয়টি টের পান বাদল হাওলাদার। এ সময় তিনজন ঘুম থেকে উঠে ঘরের মধ্যে মুখ বাঁধা অবস্থায় ছয়জনকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাত দলের হাতে ধারালো অস্ত্র ছিল। ডাকাত দল অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাত-পা বেঁধে তারা মালামাল লুটে নেয়।

ডাকাত দলের সবার মুখ বাঁধা থাকায় কাউকে চেনা যায়নি। তবে তারা স্থানীয় ভাষায় কথা বলছিল।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, এয়ারগান দুটি বাদল হাওলাদারের ব্যক্তিগত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ , ২৯ মহররম ১৪৪২, ০১ আশ্বিন ১৪২৭

পাথরঘাটায় ডাকাতি মালামাল লুট

প্রতিনিধি, পাথরঘাটা (বরগুনা)

বরগুনার পাথরঘাটায় অস্ত্রের মুখে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার দক্ষিণ কাকচিড়া গ্রামের বাদল হাওলাদারের বাড়িতে গত বুধবার রাত আড়াইটার দিকে এ ডাকাতির হয়। বাড়ির মালিক দলিল লেখক মো. বাদল ও তার শ্যালক রোকুনুজ্জামান রানা জানান, ডাকাত দল বাড়ি থেকে দুটি এয়ারগান, সাড়ে ৮ লাখ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। গত বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাদল হাওলাদার পরিবারের সদস্যরা বলেন, ডাকাতদল রাত আড়াইটার দিকে প্রথমে ক্যাচি গেটের তালা ভেঙ্গে পরে ঘরের দরজার তালা ভেঙ্গে ঘরের ভেতরে ঢোকে ডাকাতদল। বিষয়টি টের পান বাদল হাওলাদার। এ সময় তিনজন ঘুম থেকে উঠে ঘরের মধ্যে মুখ বাঁধা অবস্থায় ছয়জনকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাত দলের হাতে ধারালো অস্ত্র ছিল। ডাকাত দল অস্ত্রের মুখে তাদের জিম্মি করে হাত-পা বেঁধে তারা মালামাল লুটে নেয়।

ডাকাত দলের সবার মুখ বাঁধা থাকায় কাউকে চেনা যায়নি। তবে তারা স্থানীয় ভাষায় কথা বলছিল।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, এয়ারগান দুটি বাদল হাওলাদারের ব্যক্তিগত। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।