৩ জেলায় নতুন শনাক্ত ৬৪

চট্টগ্রামে ৪৬

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ১ হাজার ১২৫টি নমুনা পরীক্ষায় আরও ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১২০ জন। গত বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের সরকারি ও বেসরকারি ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৯ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৮১টি নমুনা পরীক্ষায় ১৮ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি এ্যান্ড এ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৪৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

কিশোরগঞ্জে ১১

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৯ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পাওয়া ১৪০টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৭ জন, ভৈরবে ২ জন, আর হোসেনপুর ও বাজিতপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো দুই রোগীর নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১২৭টি নমুনা। সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৪ জন, ভৈরবে ৩ জন, আর কটিয়াদীতে ২ জন। বৃহস্পতিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ১৩১ জন।

বাগেরহাটে ৭

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন করোনা পজেটিভ হয়েছেন। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত মোট ৯৭৬ জন করোনা পজেটিভ হল। এর মধ্যে আর মোট সুস্থ হয়েছেন ৯০২ জন। বাগেরহাট সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির শুক্রবার বেলা ১১টায় জানান, খুলনা পিসিআর ল্যাব থেকে সকালে ৬৮ জনের রিপোর্ট এসেছে।

এর মধ্যে ৭ জন পজেটিভ। এখন জেলায় মোট করোনা পজেটিভের সংখ্যা দাঁড়াল ৯৭৬ জন এবং সুস্থ হয়েছেন ৯০২ জন। আর মারা গেছেন মোট ২২ জন।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ , ২৯ মহররম ১৪৪২, ০১ আশ্বিন ১৪২৭

৩ জেলায় নতুন শনাক্ত ৬৪

চট্টগ্রামে ৪৬

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে ১ হাজার ১২৫টি নমুনা পরীক্ষায় আরও ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ১২০ জন। গত বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের সরকারি ও বেসরকারি ৬টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৫ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন ৯ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৩৮১টি নমুনা পরীক্ষায় ১৮ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি এ্যান্ড এ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৮টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪টি নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৪৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

কিশোরগঞ্জে ১১

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে নতুন ১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৯ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে পাওয়া ১৪০টি নমুনার পরীক্ষার ফলাফলে দেখা গেছে, সদর উপজেলায় ৭ জন, ভৈরবে ২ জন, আর হোসেনপুর ও বাজিতপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। পুরনো দুই রোগীর নমুনাও পুনরায় পজিটিভ হয়েছে। নেগেটিভ হয়েছে ১২৭টি নমুনা। সুস্থ হয়েছেন সদর উপজেলায় ৪ জন, ভৈরবে ৩ জন, আর কটিয়াদীতে ২ জন। বৃহস্পতিবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ১৩১ জন।

বাগেরহাটে ৭

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন করোনা পজেটিভ হয়েছেন। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত মোট ৯৭৬ জন করোনা পজেটিভ হল। এর মধ্যে আর মোট সুস্থ হয়েছেন ৯০২ জন। বাগেরহাট সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির শুক্রবার বেলা ১১টায় জানান, খুলনা পিসিআর ল্যাব থেকে সকালে ৬৮ জনের রিপোর্ট এসেছে।

এর মধ্যে ৭ জন পজেটিভ। এখন জেলায় মোট করোনা পজেটিভের সংখ্যা দাঁড়াল ৯৭৬ জন এবং সুস্থ হয়েছেন ৯০২ জন। আর মারা গেছেন মোট ২২ জন।