নন্দীগ্রামে ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ

বগুড়ার নন্দীগ্রামে ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম। তিনি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ করেন। জব্দকৃত চাল সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মকছেদ আলীর পরিবার বলেছে, ওই চালগুলো বর্ষণ গ্রামের আবু বকর সিদ্দিকের। সে আমাদের বাড়িতে চালগুলো রেখেছিল। আমরা জানতাম না এসব ভিজিডির চাল। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়ি তল্লাশি চালিয়ে সেখান থেকে ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে ২ জনের নামে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। নিরীহ কাউকে মামলায় হয়রানি করা হবে না। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি বলেন, ওই চালগুলো কার তা আমার জানা নেই। স্থানীয়রা বলেছে, এসব চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ করার জন্য এলএসডি থেকে উত্তোলন করা হয়েছে। সে চাল একজনের বাড়িতে কিভাবে এলো? এমন প্রশ্ন উঠেছে।

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২০ , ২৯ মহররম ১৪৪২, ০১ আশ্বিন ১৪২৭

নন্দীগ্রামে ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ

প্রতিনিধি, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম। তিনি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ করেন। জব্দকৃত চাল সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মকছেদ আলীর পরিবার বলেছে, ওই চালগুলো বর্ষণ গ্রামের আবু বকর সিদ্দিকের। সে আমাদের বাড়িতে চালগুলো রেখেছিল। আমরা জানতাম না এসব ভিজিডির চাল। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলামের সাথে কথা বললে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়ি তল্লাশি চালিয়ে সেখান থেকে ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে ২ জনের নামে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। নিরীহ কাউকে মামলায় হয়রানি করা হবে না। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে কথা বললে তিনি বলেন, ওই চালগুলো কার তা আমার জানা নেই। স্থানীয়রা বলেছে, এসব চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ করার জন্য এলএসডি থেকে উত্তোলন করা হয়েছে। সে চাল একজনের বাড়িতে কিভাবে এলো? এমন প্রশ্ন উঠেছে।